আজকের পত্রিকা ডেস্ক

দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেকচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৮ বছর বয়সী ওই কর্মকর্তাকে এক মাসের ১০ শতাংশ বেতন কর্তনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ২১ থেকে ৩০ বছর বয়সী আরও সাতজন পুলিশ সদস্য একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আটজন কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একাধিকবার দায়িত্ব পালন কালে অনলাইন গেম খেলেছেন। তাঁরা দল গঠন করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন।
প্রতিটি সেশনে প্রায় ২০ মিনিট ধরে তাঁরা গেম খেলতেন। তাঁদের মধ্যে কেউ কেউ একই কর্মদিবসে ১০ বার পর্যন্ত গেমে অংশ নিয়েছিলেন।
সাধারণত, তারা স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিশ্রাম কক্ষে বসে গেমে মগ্ন থাকতেন। তবে, পুলিশের তদন্তে জানা গেছে, মাঝে মাঝে টহল দেওয়ার সময়ও তাঁরা গেমে অংশ নিতেন।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সাড়া দেওয়ার জন্য ডাক পেয়েছেন, তখনই তাঁরা খেলা বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। ফলে তাদের এই আচরণ কর্তব্য পালনে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করা হয়েছে।
গত নভেম্বরে পুলিশের কাছে একটি বেনামি চিঠি আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই আট কর্মকর্তা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমিই আমার অধস্তনদের অনলাইন গেম খেলায় যুক্ত করেছিলাম।’

দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেকচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৮ বছর বয়সী ওই কর্মকর্তাকে এক মাসের ১০ শতাংশ বেতন কর্তনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ২১ থেকে ৩০ বছর বয়সী আরও সাতজন পুলিশ সদস্য একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই আটজন কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে একাধিকবার দায়িত্ব পালন কালে অনলাইন গেম খেলেছেন। তাঁরা দল গঠন করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন।
প্রতিটি সেশনে প্রায় ২০ মিনিট ধরে তাঁরা গেম খেলতেন। তাঁদের মধ্যে কেউ কেউ একই কর্মদিবসে ১০ বার পর্যন্ত গেমে অংশ নিয়েছিলেন।
সাধারণত, তারা স্থানীয় পুলিশ স্টেশনগুলোতে বিশ্রাম কক্ষে বসে গেমে মগ্ন থাকতেন। তবে, পুলিশের তদন্তে জানা গেছে, মাঝে মাঝে টহল দেওয়ার সময়ও তাঁরা গেমে অংশ নিতেন।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সাড়া দেওয়ার জন্য ডাক পেয়েছেন, তখনই তাঁরা খেলা বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। ফলে তাদের এই আচরণ কর্তব্য পালনে কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করা হয়েছে।
গত নভেম্বরে পুলিশের কাছে একটি বেনামি চিঠি আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
ওই আট কর্মকর্তা তাঁদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমিই আমার অধস্তনদের অনলাইন গেম খেলায় যুক্ত করেছিলাম।’

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে