
অস্ট্রিয়ার একটি পর্বতে অবস্থিত দুরারোহ একটি মইয়ের ৩০০ ফুট উচ্চতা থেকে পড়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়স্ক ব্যক্তিটি একাকী ‘স্বর্গের সিঁড়ি’ নামে পরিচিত মইটি বেয়ে উঠছিলেন। ১২ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে ওই ব্রিটিশ পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই ব্রিটিশ পর্যটক নর্দার্ন লাইমস্টোন আল্পসের অংশ দাসাতাইন পর্বতমালায় অবস্থিত সিঁড়িটির শেষ মাথায় গিয়ে পড়ে যান। এ সিঁড়িটি ভায়া-ফেরাতা বা ‘লৌহ পথ’ নামে পরিচিতি পেয়েছে। অনেকে আবার একে আদর করে ডাকেন, ‘স্বর্গের সিঁড়ি’। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
এ এলাকাটি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অসাধারণ ছবির খোঁজে থাকা পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়।
ওই ব্যক্তি একাকী সিঁড়ি বেয়ে ওঠার সময় ১২ সেপ্টেম্বর মর্মান্তিক ঘটনাটি ঘটে। তখন পা পিছলে নিচের উপত্যকায় পড়ে যান। দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করে।
দাসাতাইন এলাকার পর্যটন-সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে সিঁড়িটিকে ওই এলাকার নতুন সেরা আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কেবলমাত্র অভিজ্ঞদেরই এতে চড়া উচিত বলে ওয়েবসাইটে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল এতে আরোহণের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে হংকংয়ের একটি বহুতল ভবন থেকে পড়ে ফরাসি ডেয়ার ডেভিল রেমি লুসিডির মৃত্যু হয়। ৩০ বছর বয়স্ক লুসিডি ৭২১ ফুট উঁচু ট্রেজান্টার টাওয়ারের ৬৮ তলায় পৌঁছেছিলেন পড়ে যাওয়ার সময়।
এদিকে গত জুলাইয়ে পাকিস্তানের নাঙ্গা পর্বত আরোহণ করা এক পোলিশ পর্বতারোহীর মৃত্যু হয়। বৈরী আবহাওয়ায় আরও দুজন পর্বতারোহীর সঙ্গে ২৬ হাজার ৬৬০ ফুট উচ্চতার পর্বতটি থেকে নামার সময় পাওয়েল টমাস কোপেক নামের ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়।
২০২০ সালের জানুয়ারিতে মেডিলিন ডেভিস নামের ২২ বছরের এক নারী অস্ট্রেলিয়ার সিডনির একটি পর্বত থেকে পড়ে মারা যান। একটি পার্টি শেষে ডায়ামন্ড বে রিজার্ভের পর্বতটিতে ছবি তুলতে গিয়েছিলেন তিনি।

অস্ট্রিয়ার একটি পর্বতে অবস্থিত দুরারোহ একটি মইয়ের ৩০০ ফুট উচ্চতা থেকে পড়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়স্ক ব্যক্তিটি একাকী ‘স্বর্গের সিঁড়ি’ নামে পরিচিত মইটি বেয়ে উঠছিলেন। ১২ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে ওই ব্রিটিশ পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই ব্রিটিশ পর্যটক নর্দার্ন লাইমস্টোন আল্পসের অংশ দাসাতাইন পর্বতমালায় অবস্থিত সিঁড়িটির শেষ মাথায় গিয়ে পড়ে যান। এ সিঁড়িটি ভায়া-ফেরাতা বা ‘লৌহ পথ’ নামে পরিচিতি পেয়েছে। অনেকে আবার একে আদর করে ডাকেন, ‘স্বর্গের সিঁড়ি’। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে।
এ এলাকাটি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অসাধারণ ছবির খোঁজে থাকা পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়।
ওই ব্যক্তি একাকী সিঁড়ি বেয়ে ওঠার সময় ১২ সেপ্টেম্বর মর্মান্তিক ঘটনাটি ঘটে। তখন পা পিছলে নিচের উপত্যকায় পড়ে যান। দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করে।
দাসাতাইন এলাকার পর্যটন-সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে সিঁড়িটিকে ওই এলাকার নতুন সেরা আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কেবলমাত্র অভিজ্ঞদেরই এতে চড়া উচিত বলে ওয়েবসাইটে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল এতে আরোহণের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে হংকংয়ের একটি বহুতল ভবন থেকে পড়ে ফরাসি ডেয়ার ডেভিল রেমি লুসিডির মৃত্যু হয়। ৩০ বছর বয়স্ক লুসিডি ৭২১ ফুট উঁচু ট্রেজান্টার টাওয়ারের ৬৮ তলায় পৌঁছেছিলেন পড়ে যাওয়ার সময়।
এদিকে গত জুলাইয়ে পাকিস্তানের নাঙ্গা পর্বত আরোহণ করা এক পোলিশ পর্বতারোহীর মৃত্যু হয়। বৈরী আবহাওয়ায় আরও দুজন পর্বতারোহীর সঙ্গে ২৬ হাজার ৬৬০ ফুট উচ্চতার পর্বতটি থেকে নামার সময় পাওয়েল টমাস কোপেক নামের ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়।
২০২০ সালের জানুয়ারিতে মেডিলিন ডেভিস নামের ২২ বছরের এক নারী অস্ট্রেলিয়ার সিডনির একটি পর্বত থেকে পড়ে মারা যান। একটি পার্টি শেষে ডায়ামন্ড বে রিজার্ভের পর্বতটিতে ছবি তুলতে গিয়েছিলেন তিনি।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১০ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১২ ঘণ্টা আগে