
ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’

ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।
তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে ফারদিস এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
১৮ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে ‘ওলিনা’ নামের আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের...
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) ইরানের জাতীয় পতাকার ইমোজিতে পরিবর্তন আনতে যাচ্ছে। প্ল্যাটফর্মটির প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার আজ শুক্রবার জানান, ইরানের বর্তমান পতাকার পরিবর্তে ঐতিহাসিক ‘সিংহ ও সূর্য’ প্রতীক যুক্ত করা হবে।
১ ঘণ্টা আগে
ইরানের প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন সর্বোচ্চ নেতা। বর্তমানে এই পদে রয়েছেন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি গত ৩৫ বছরের বেশি সময় ধরে দেশটি শাসন করছেন। তিনি ইরানের রাষ্ট্রপ্রধান এবং চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির মূল রূপকার তিনি।
১ ঘণ্টা আগে