
পড়ে আছে লাশের ছিন্নভিন্ন টুকরা। অনেক লাশ চেনার উপায় পর্যন্ত নেই। তবু লাশের বিচ্ছিন্ন টুকরাগুলো গতকাল বুধবার অনেক স্বজনহারাকে সংগ্রহ করতে দেখা যায়। আহাজারি করতেও দেখা যায় লোকজনকে।
গত মঙ্গলবার রাতে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ হামলা হয়। এতে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ৫০০ বলে জানানো হয়। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে হামলায় ৪৭১ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে। হাসপাতালটিতে আগে থেকেই ইসরায়েলি হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিল। এ ছাড়া সেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি। বিস্ফোরণের পর এটির দায়িত্বরত চিকিৎসকেরা নতুন করে আহত ও জখম হওয়াদের নিয়ে বেকায়দায় পড়েন। হাসপাতালে সারি সারি লাশ পড়ে থাকায় সেখানে বেসামাল এক পরিস্থিতি তৈরি হয়।
হাসপাতালে হামলার প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির এক প্রতিবেদক বলেন, জনাকীর্ণ এলাকায় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধের প্রতিবেদন করতে হাসপাতালটির বাইরে রয়েছেন বিবিসির প্রতিবেদক রুশদি আবুয়ালউফ। তিনি হাসপাতালটির একজন চিকিৎসকের বরাতে এই হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দেন। আরেকজন বলেছেন, হামলায় সব ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের বিমান হামলায় হাসপাতালটিতে বিস্ফোরণ হয়। তবে দায় অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদই এর জন্য দায়ী। মূলত গোষ্ঠীটির ব্যর্থ রকেট উৎক্ষেপণ এর জন্য দায়ী। সেটি ভুল করে হাসপাতালে পড়লে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এদিকে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রামাল্লা ও অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরোধিতা করে স্লোগান দেন। একসময় ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।
এএফপি নিউজ এজেন্সির খবরে বলা হয়, বিক্ষোভ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগের দাবি তোলা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে এই দাবি তোলা হয়।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ হলো হামাস। ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পড়ে থাকা লাশের টুকরো কুড়াচ্ছেন স্বজনেরা

পড়ে আছে লাশের ছিন্নভিন্ন টুকরা। অনেক লাশ চেনার উপায় পর্যন্ত নেই। তবু লাশের বিচ্ছিন্ন টুকরাগুলো গতকাল বুধবার অনেক স্বজনহারাকে সংগ্রহ করতে দেখা যায়। আহাজারি করতেও দেখা যায় লোকজনকে।
গত মঙ্গলবার রাতে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ হামলা হয়। এতে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ৫০০ বলে জানানো হয়। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে হামলায় ৪৭১ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে। হাসপাতালটিতে আগে থেকেই ইসরায়েলি হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিল। এ ছাড়া সেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি। বিস্ফোরণের পর এটির দায়িত্বরত চিকিৎসকেরা নতুন করে আহত ও জখম হওয়াদের নিয়ে বেকায়দায় পড়েন। হাসপাতালে সারি সারি লাশ পড়ে থাকায় সেখানে বেসামাল এক পরিস্থিতি তৈরি হয়।
হাসপাতালে হামলার প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির এক প্রতিবেদক বলেন, জনাকীর্ণ এলাকায় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধের প্রতিবেদন করতে হাসপাতালটির বাইরে রয়েছেন বিবিসির প্রতিবেদক রুশদি আবুয়ালউফ। তিনি হাসপাতালটির একজন চিকিৎসকের বরাতে এই হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যা দেন। আরেকজন বলেছেন, হামলায় সব ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের বিমান হামলায় হাসপাতালটিতে বিস্ফোরণ হয়। তবে দায় অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদই এর জন্য দায়ী। মূলত গোষ্ঠীটির ব্যর্থ রকেট উৎক্ষেপণ এর জন্য দায়ী। সেটি ভুল করে হাসপাতালে পড়লে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এদিকে গাজার হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রামাল্লা ও অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরোধিতা করে স্লোগান দেন। একসময় ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।
এএফপি নিউজ এজেন্সির খবরে বলা হয়, বিক্ষোভ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগের দাবি তোলা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের চলমান যুদ্ধ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে এই দাবি তোলা হয়।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ হলো হামাস। ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পড়ে থাকা লাশের টুকরো কুড়াচ্ছেন স্বজনেরা

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে