
মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর মাদকসন্ত্রাসীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ১০ সেনাসদস্য ও ১৯ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল আজ শুক্রবার বলেছেন, এল চ্যাপোর ৩২ বছর বয়সী ছেলে অভিদিও গুজম্যানকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুজম্যানকে গ্রেপ্তারের পর মাদকসম্রাট এল চ্যাপোর অনুগত সন্ত্রাসীরা যানবাহনে আগুন লাগানো, রাস্তা অবরোধ করা এবং সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারের অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় কোনো বেসামরিক মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, অভিদিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে অভিদিও গুজম্যানের বাবা এল চ্যাপোকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে মেক্সিকো। এরপর থেকে তিনি নিউইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মেক্সিকোর বিচারকেরাই তাঁর শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গুজম্যানকে গ্রেপ্তারে মার্কিন বাহিনী সহায়তা করেনি বলেও জানিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
প্রতিরক্ষামন্ত্রী স্যান্ডোভাল বলেছেন, জনসাধারণের সুরক্ষার জন্য মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সিনালোয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। আজ থেকেই এই এলাকায় অতিরিক্ত এক হাজার সেনা নিয়োগ করা হবে।

মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর মাদকসন্ত্রাসীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ১০ সেনাসদস্য ও ১৯ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল আজ শুক্রবার বলেছেন, এল চ্যাপোর ৩২ বছর বয়সী ছেলে অভিদিও গুজম্যানকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুজম্যানকে গ্রেপ্তারের পর মাদকসম্রাট এল চ্যাপোর অনুগত সন্ত্রাসীরা যানবাহনে আগুন লাগানো, রাস্তা অবরোধ করা এবং সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারের অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় কোনো বেসামরিক মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, অভিদিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে অভিদিও গুজম্যানের বাবা এল চ্যাপোকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে মেক্সিকো। এরপর থেকে তিনি নিউইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মেক্সিকোর বিচারকেরাই তাঁর শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গুজম্যানকে গ্রেপ্তারে মার্কিন বাহিনী সহায়তা করেনি বলেও জানিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
প্রতিরক্ষামন্ত্রী স্যান্ডোভাল বলেছেন, জনসাধারণের সুরক্ষার জন্য মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সিনালোয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। আজ থেকেই এই এলাকায় অতিরিক্ত এক হাজার সেনা নিয়োগ করা হবে।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জোহরান মামদানির হাতে লেখা একটি চিঠি নতুন করে আলোচনায় এনেছে ভারতের কারাবন্দী ছাত্রনেতা ও অধিকারকর্মী উমর খালিদের দীর্ঘ বন্দিত্বের বিষয়টি।
৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
১৪ মিনিট আগে
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল।
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।
৩ ঘণ্টা আগে