Ajker Patrika

চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার সংক্রমণ কমাতে চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।

মহামারি শুরু হওয়ার পর থেকে চীন দেশের সবচেয়ে খারাপ করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের বেশির ভাগ মানুষ বাড়িতে আটকে রয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনাভাইরাসের আচরণ ও ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করি তা বিবেচনা করে আমরা মনে করি না যে শূন্য-কোভিড কৌশল টেকসই। আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে পদ্ধতিটি টেকসই হবে না। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান জানান, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ব্যক্তি এবং মানবাধিকারের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের লক্ষ্য বিশ্বের সমস্ত করোনা রোগী খুঁজে বের করা বা সমস্ত সংক্রমণ বন্ধ করা নয়। বর্তমান সময়ে এটা সত্যিই সম্ভব নয়। তবে আমাদের যা করতে হবে তা হলো সংক্রমণ কমাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত