
অনলাইন সংবাদ প্রকাশ নিয়ে নতুন আইন করেছে কানাডা। এই আইন অনুযায়ী, দেশটির কোনো খবরের লিংক কোনো প্ল্যাটফর্মে শেয়ার হলে তার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে।
গত সপ্তাহে কানাডার সংসদে পাস হয়েছে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে নতুন আইন, যা ছয় সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তখন গুগল, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে আয়ের ভাগ দিতে হবে।
তবে সংবাদের জন্য আয়ের ভাগ দিতে মোটেই রাজি নয় বিশ্বের অন্যতম শীর্ষ এই ডিজিটাল কোম্পানি। আর তাই কানাডার ভেতরে সেই দেশের খবর নিজের প্ল্যাটফর্মে আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই আইন কার্যকর হলে গুগল ও ফেসবুককে সংবাদ সরবরাহকারীর বা সংবাদমাধ্যমের সঙ্গে আয় ভাগাভাগি করার চুক্তি করতে হবে।
গুগল বলছে, কানাডার ভেতরে গুগলের প্ল্যাটফর্মে সেই দেশের খবর এখন থেকে ব্লক বা আটকে দেওয়া হবে। এরই মধ্যে সার্চ ইঞ্জিন থেকে কানাডার খবরের সব লিংক মুছে ফেলার উদ্যোগ নিয়েছে গুগল। এর আগে ফেসবুকও একই ঘোষণা দিয়েছে।
কানাডার সংবাদমাধ্যমগুলোর দাবির মুখে এই আইন করার উদ্যোগ নেয় সরকার। সংবাদমাধ্যমগুলো বলছে, তাদের কনটেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে। কিন্তু সংবাদ প্রকাশকারী কোনোভাবে লাভবান হচ্ছে পারছে না।
এক দশক ধরে লোকসানের মুখেই রয়েছে কানাডার সংবাদমাধ্যমগুলো। টিকতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
নতুন আইনের আওতায়, প্রযুক্তি কোম্পানিগুলো কোনো সংবাদ বা তথ্য নিতে চাইলে বাণিজ্যিক চুক্তির আওতায় সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয় ভাগাভাগি করতে হবে। তা নাহলে ক্ষতিপূরণ দিতে হবে।
এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, কানাডার নতুন আইনের ফলে পাঠক ও দর্শকদের অনলাইনে খবর ও তথ্য পাওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই আইনটি এক অর্থে, মানুষের সহায়ক হবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরই গুগল কানাডার সংবাদের সব লিংক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়৷

অনলাইন সংবাদ প্রকাশ নিয়ে নতুন আইন করেছে কানাডা। এই আইন অনুযায়ী, দেশটির কোনো খবরের লিংক কোনো প্ল্যাটফর্মে শেয়ার হলে তার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে।
গত সপ্তাহে কানাডার সংসদে পাস হয়েছে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে নতুন আইন, যা ছয় সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তখন গুগল, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে আয়ের ভাগ দিতে হবে।
তবে সংবাদের জন্য আয়ের ভাগ দিতে মোটেই রাজি নয় বিশ্বের অন্যতম শীর্ষ এই ডিজিটাল কোম্পানি। আর তাই কানাডার ভেতরে সেই দেশের খবর নিজের প্ল্যাটফর্মে আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই আইন কার্যকর হলে গুগল ও ফেসবুককে সংবাদ সরবরাহকারীর বা সংবাদমাধ্যমের সঙ্গে আয় ভাগাভাগি করার চুক্তি করতে হবে।
গুগল বলছে, কানাডার ভেতরে গুগলের প্ল্যাটফর্মে সেই দেশের খবর এখন থেকে ব্লক বা আটকে দেওয়া হবে। এরই মধ্যে সার্চ ইঞ্জিন থেকে কানাডার খবরের সব লিংক মুছে ফেলার উদ্যোগ নিয়েছে গুগল। এর আগে ফেসবুকও একই ঘোষণা দিয়েছে।
কানাডার সংবাদমাধ্যমগুলোর দাবির মুখে এই আইন করার উদ্যোগ নেয় সরকার। সংবাদমাধ্যমগুলো বলছে, তাদের কনটেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে। কিন্তু সংবাদ প্রকাশকারী কোনোভাবে লাভবান হচ্ছে পারছে না।
এক দশক ধরে লোকসানের মুখেই রয়েছে কানাডার সংবাদমাধ্যমগুলো। টিকতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
নতুন আইনের আওতায়, প্রযুক্তি কোম্পানিগুলো কোনো সংবাদ বা তথ্য নিতে চাইলে বাণিজ্যিক চুক্তির আওতায় সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয় ভাগাভাগি করতে হবে। তা নাহলে ক্ষতিপূরণ দিতে হবে।
এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, কানাডার নতুন আইনের ফলে পাঠক ও দর্শকদের অনলাইনে খবর ও তথ্য পাওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই আইনটি এক অর্থে, মানুষের সহায়ক হবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরই গুগল কানাডার সংবাদের সব লিংক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়৷

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে