আজকের পত্রিকা ডেস্ক

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রসায়নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রকৃত বন্ধুদের মধ্যেও দ্বিমত থাকতে পারে, কিন্তু তাঁরা সব সময় আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্য মিটিয়ে ফেলেন।
আজ সোমবার দুপুরে দিল্লিতে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত।’
মার্কিন রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, আগামী এক বা দুই বছরের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ভারত সফরে আসতে পারেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্ধৃতি দিয়ে গোর বলেন, ২০২৬ সাল হবে পারস্পরিক বিনিময়ের বছর। এর অর্থ হলো—ন্যায্য বাণিজ্য, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন নিরাপত্তা নিশ্চিত করা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন গোর। তিনি জানান, এই চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।
বক্তব্যের একপর্যায়ে সার্জিও গোর একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও উন্নত প্রযুক্তির নতুন জোট ‘প্যাক্স সিলিকা’তে যোগ দেওয়ার জন্য আগামী মাসে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এই জোটে ইতিমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ইসরায়েল অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতকে ওয়াশিংটনের সবচেয়ে ‘অপরিহার্য অংশীদার’ হিসেবে বর্ণনা করে গোর বলেন, ‘বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র ও বৃহত্তম গণতন্ত্রের এই মেলবন্ধনকে আমি এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’ বাণিজ্য ছাড়াও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি ও কৃত্রিম মেধার (এআই) মতো ক্ষেত্রগুলোতে দুই দেশ হাতে হাত রেখে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শুল্ক ও রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা স্নায়ুযুদ্ধ চলছে। তবে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই বক্তব্য বরফ গলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিবিদেরা।

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রসায়নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রকৃত বন্ধুদের মধ্যেও দ্বিমত থাকতে পারে, কিন্তু তাঁরা সব সময় আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্য মিটিয়ে ফেলেন।
আজ সোমবার দুপুরে দিল্লিতে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত।’
মার্কিন রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, আগামী এক বা দুই বছরের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ভারত সফরে আসতে পারেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্ধৃতি দিয়ে গোর বলেন, ২০২৬ সাল হবে পারস্পরিক বিনিময়ের বছর। এর অর্থ হলো—ন্যায্য বাণিজ্য, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন নিরাপত্তা নিশ্চিত করা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন গোর। তিনি জানান, এই চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।
বক্তব্যের একপর্যায়ে সার্জিও গোর একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও উন্নত প্রযুক্তির নতুন জোট ‘প্যাক্স সিলিকা’তে যোগ দেওয়ার জন্য আগামী মাসে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এই জোটে ইতিমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ইসরায়েল অন্তর্ভুক্ত রয়েছে।
ভারতকে ওয়াশিংটনের সবচেয়ে ‘অপরিহার্য অংশীদার’ হিসেবে বর্ণনা করে গোর বলেন, ‘বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র ও বৃহত্তম গণতন্ত্রের এই মেলবন্ধনকে আমি এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’ বাণিজ্য ছাড়াও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি ও কৃত্রিম মেধার (এআই) মতো ক্ষেত্রগুলোতে দুই দেশ হাতে হাত রেখে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শুল্ক ও রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা স্নায়ুযুদ্ধ চলছে। তবে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই বক্তব্য বরফ গলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিবিদেরা।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৫ ঘণ্টা আগে