
নাইজেরিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে। দেশটির ১০ রাজ্য মিলে গতকাল বুধবার নতুন ৮৯ জন রোগী শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল। গতরাতে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ তথ্য প্রকাশ করেছে।
নাইজেরিয়ার গণমাধ্যম প্রিমিয়াম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনা সংক্রমণ কম ছিল। কিন্তু, এর পর থেকে সংক্রমণ বাড়ছে। বুধবার ৮৯ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা মোট ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে।
তবে, গত চার সপ্তাহ ধরে নাইজেরিয়ায় করোনা শনাক্ত হওয়াদের মৃত্যু উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে কেবল তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে করোনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬১।
নাইজেরিয়ার কোভিড-১৯ সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ লোক চিকিৎসার পরে সুস্থ হয়েছে। এনসিডিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রায় আট হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ১৮ লাখ লোকের নমুনা পরীক্ষা করে এ শনাক্ত দাঁড়ায়।
টিকা-
জাতীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন সংস্থার বরাত দিয়ে প্রিমিয়াম টাইমস লিখেছে, গত ২৩শে মার্চ ডাব্লিউইচও নেতৃত্বাধীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়াকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হয়। দেশটিতে ৫ মার্চ থেকে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ নাইজেরিয়ার নাগরিক টিকা গ্রহণ করেছে।
বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকের পাশাপাশি সাধারণ মানুষও টিকা পাচ্ছেন। এ টিকা প্রয়োগে নাইজেরিয়ার নাগরিকদের শরীরে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।

নাইজেরিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে। দেশটির ১০ রাজ্য মিলে গতকাল বুধবার নতুন ৮৯ জন রোগী শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল। গতরাতে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ তথ্য প্রকাশ করেছে।
নাইজেরিয়ার গণমাধ্যম প্রিমিয়াম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনা সংক্রমণ কম ছিল। কিন্তু, এর পর থেকে সংক্রমণ বাড়ছে। বুধবার ৮৯ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা মোট ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে।
তবে, গত চার সপ্তাহ ধরে নাইজেরিয়ায় করোনা শনাক্ত হওয়াদের মৃত্যু উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে কেবল তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে করোনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬১।
নাইজেরিয়ার কোভিড-১৯ সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ লোক চিকিৎসার পরে সুস্থ হয়েছে। এনসিডিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রায় আট হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ১৮ লাখ লোকের নমুনা পরীক্ষা করে এ শনাক্ত দাঁড়ায়।
টিকা-
জাতীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন সংস্থার বরাত দিয়ে প্রিমিয়াম টাইমস লিখেছে, গত ২৩শে মার্চ ডাব্লিউইচও নেতৃত্বাধীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়াকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হয়। দেশটিতে ৫ মার্চ থেকে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ নাইজেরিয়ার নাগরিক টিকা গ্রহণ করেছে।
বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকের পাশাপাশি সাধারণ মানুষও টিকা পাচ্ছেন। এ টিকা প্রয়োগে নাইজেরিয়ার নাগরিকদের শরীরে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৫ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৭ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৭ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৮ ঘণ্টা আগে