
তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজ ডুবিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছেন। এ ঘটনায় ৮৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উদ্ধার ৮৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে, নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুভারাহ থেকে যাত্রা করে বাংলাদেশ, মিশর, সুদান এবং ইরিত্রিয়া থেকে অভিবাসী ও শরণার্থী বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিল একটি জাহাজ। পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ প্রসঙ্গে লিবিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, 'নৌবাহিনী ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং বাকি ৪৩ জন ডুবে গেছে। তাঁরা লিবিয়ার জুভারাহ থেকে ইউরোপে যাচ্ছিলেন'।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং শরণার্থীরা প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। এ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই পথে ২০ হাজারেরও বেশি অভিবাসী এবং শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। ২০২১ সালেই মারা গেছেন ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৪০ জনেরও বেশি লোক মারা যায়। মার্চ মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯। গত বছরের জুনে একটি নৌকা ডুবে এ সাগরে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়।
মানব পাচারকারীর ফাঁদে, উন্নত জীবনসহ নানা উদ্দেশ্যে চোরাই পথে ইউরোপ যেতে অনেক অভিবাসী, শরণার্থীই এই পথে যাত্রা করেন। অনেকে পৌঁছেও যান। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসেই প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ হাজার ৭০০ এর চেয়েও বেশি।

তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজ ডুবিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৪৩ জন অভিবাসী এবং শরণার্থী ডুবে গেছেন। এ ঘটনায় ৮৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উদ্ধার ৮৪ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে, নিখোঁজদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুভারাহ থেকে যাত্রা করে বাংলাদেশ, মিশর, সুদান এবং ইরিত্রিয়া থেকে অভিবাসী ও শরণার্থী বহন করে ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছিল একটি জাহাজ। পথে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ প্রসঙ্গে লিবিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, 'নৌবাহিনী ৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং বাকি ৪৩ জন ডুবে গেছে। তাঁরা লিবিয়ার জুভারাহ থেকে ইউরোপে যাচ্ছিলেন'।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসী এবং শরণার্থীরা প্রায়ই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। এ পথে দুর্ঘটনাও ঘটে প্রচুর। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই পথে ২০ হাজারেরও বেশি অভিবাসী এবং শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। ২০২১ সালেই মারা গেছেন ৮৬৬ জন। গত এপ্রিলে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৪০ জনেরও বেশি লোক মারা যায়। মার্চ মাসে মৃতের সংখ্যা ছিল ৩৯। গত বছরের জুনে একটি নৌকা ডুবে এ সাগরে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়।
মানব পাচারকারীর ফাঁদে, উন্নত জীবনসহ নানা উদ্দেশ্যে চোরাই পথে ইউরোপ যেতে অনেক অভিবাসী, শরণার্থীই এই পথে যাত্রা করেন। অনেকে পৌঁছেও যান। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ৬ মাসেই প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ হাজার ৭০০ এর চেয়েও বেশি।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
২ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩ ঘণ্টা আগে