
ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।
কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।
এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’
এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে