
দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকি কম। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, গত ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে করোনার অন্যান্য ধরনে আক্রান্ত রোগীদের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ কম ছিল। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীদেরও অন্যান্য গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ডেলটায় ভর্তি হওয়া ব্যক্তিদের তুলনায় গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ কম ছিল।
এই গবেষণার একজন গবেষক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) অধ্যাপক শেরিল কোহেন বলেন, ‘আমাদের পরিসংখ্যানে দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার কম ছিল। এটি করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রন যে কম তীব্র তার প্রমাণ দেয়।’
তবে কোহেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশে টিকা দেওয়ার হার বেশি হওয়া সত্ত্বেও সংক্রমণের হার কমছে না, সেসব দেশে এই চিত্র একই হবে কী না, তা স্পষ্ট নয়।
বিশ্বের অনেক দেশ ওমিক্রনের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। আর গবেষকেরা এর ধরন ও ছড়ানোর মাত্রা এবং ভয়াবহতার সম্ভাব্যতা যাচাইয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ জন্য বর্তমানে বিশ্বের অনেক দেশে এখন ওমিক্রনের তীব্রতার প্রশ্ন বৈজ্ঞানিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। গবেষকেরা বলছেন, ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকি কম। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গবেষণায় দেখা গেছে, গত ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে করোনার অন্যান্য ধরনে আক্রান্ত রোগীদের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ কম ছিল। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীদেরও অন্যান্য গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ডেলটায় ভর্তি হওয়া ব্যক্তিদের তুলনায় গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ কম ছিল।
এই গবেষণার একজন গবেষক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) অধ্যাপক শেরিল কোহেন বলেন, ‘আমাদের পরিসংখ্যানে দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার কম ছিল। এটি করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রন যে কম তীব্র তার প্রমাণ দেয়।’
তবে কোহেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশে টিকা দেওয়ার হার বেশি হওয়া সত্ত্বেও সংক্রমণের হার কমছে না, সেসব দেশে এই চিত্র একই হবে কী না, তা স্পষ্ট নয়।
বিশ্বের অনেক দেশ ওমিক্রনের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। আর গবেষকেরা এর ধরন ও ছড়ানোর মাত্রা এবং ভয়াবহতার সম্ভাব্যতা যাচাইয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ জন্য বর্তমানে বিশ্বের অনেক দেশে এখন ওমিক্রনের তীব্রতার প্রশ্ন বৈজ্ঞানিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৫ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৫ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে