
রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।

রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
২৮ মিনিট আগে
সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
৩২ মিনিট আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে