Ajker Patrika

মিসরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪১

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০: ২৪
মিসরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪১

মিসরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৫৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। 

দুজন নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গির্জায় ৫ হাজারের বেশি মানুষ উপাসনায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। অনেকে পদদলিত হন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিনির্বাপণে কাজ করেছে দমকলবাহিনীর ১৫টি দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইমবাবা গ্রামের আবু সিফিন কপটিক গির্জায় অগ্নিকাণ্ডপ্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, কপটিক গির্জার পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। 

এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিখেছেন, ‘সবকিছু ভালোভাবে ব্যবস্থা করার জন্য আমি সকল রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে একত্রিত করেছি।’ 

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মিসরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে এক টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২০ জন মানুষের প্রাণহানি হয়। এর আগে ২০২০ সালে দুটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণহানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত