
আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার জনতা। এ সময় তারা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূত এবং সেনাদের চলে যাওয়ার দাবিতে স্লোগান দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাইজারে সামরিক অভ্যুত্থানের পরপরই জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলে এবং দেশটিতে থাকা ফ্রান্সের সেনাদের চলে যেতে বলে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নাইজার থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে দেশটিতে ফরাসি রাষ্ট্রদূতকে থেকে যাওয়ার নির্দেশ দেন। এরপর নাইজারের জান্তা বাহিনী ফরাসি রাষ্ট্রদূতের নিরাপত্তা তুলে নেয়। পাশাপাশি নাইজারের জান্তা বাহিনী সাবেক ঔপনিবেশিক দেশটিকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বলেও ঘোষণা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামের যে এলাকায় ফরাসি সেনা ঘাঁটি অবস্থিত সেখানেই বিক্ষোভকারীরা জড়ো হয়। গতকাল শনিবার দেশটির বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের আহ্বানে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এ সময় তারা একাধিক ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করে। এসব ব্যানার পোস্টারে লেখা ছিল, ‘ফরাসি সেনারা আমাদের দেশ থেকে চলে যাও।’
গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মন্তব্য করলে বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। তারা ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে নাইজারের ওপর আবারও নতুন উপনিবেশ আরোপের চক্রান্ত বলে অভিহিত করে।
উল্লেখ্য, নাইজারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে রাজধানীতে থাকা ফরাসি সেনারা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছেন। অভ্যুত্থানের পর থেকেই নিয়ামেতে অবস্থিত সেনা ঘাঁটিকে ঘিরে ব্যাপক সেনা মোতায়েন করেছে নাইজারের জান্তা সরকার।

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার জনতা। এ সময় তারা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূত এবং সেনাদের চলে যাওয়ার দাবিতে স্লোগান দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাইজারে সামরিক অভ্যুত্থানের পরপরই জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলে এবং দেশটিতে থাকা ফ্রান্সের সেনাদের চলে যেতে বলে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নাইজার থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে দেশটিতে ফরাসি রাষ্ট্রদূতকে থেকে যাওয়ার নির্দেশ দেন। এরপর নাইজারের জান্তা বাহিনী ফরাসি রাষ্ট্রদূতের নিরাপত্তা তুলে নেয়। পাশাপাশি নাইজারের জান্তা বাহিনী সাবেক ঔপনিবেশিক দেশটিকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বলেও ঘোষণা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামের যে এলাকায় ফরাসি সেনা ঘাঁটি অবস্থিত সেখানেই বিক্ষোভকারীরা জড়ো হয়। গতকাল শনিবার দেশটির বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের আহ্বানে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এ সময় তারা একাধিক ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করে। এসব ব্যানার পোস্টারে লেখা ছিল, ‘ফরাসি সেনারা আমাদের দেশ থেকে চলে যাও।’
গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মন্তব্য করলে বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। তারা ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে নাইজারের ওপর আবারও নতুন উপনিবেশ আরোপের চক্রান্ত বলে অভিহিত করে।
উল্লেখ্য, নাইজারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে রাজধানীতে থাকা ফরাসি সেনারা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছেন। অভ্যুত্থানের পর থেকেই নিয়ামেতে অবস্থিত সেনা ঘাঁটিকে ঘিরে ব্যাপক সেনা মোতায়েন করেছে নাইজারের জান্তা সরকার।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২৯ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে