আলমগীর আলম

কৃমি অন্ত্রে বসবাস করে। অতিরিক্ত হলে পায়ুপথে এসে বাসা বাঁধতে থাকে। এতে পায়ুপথে চুলকানি হয়। নানান ওষুধ সেবনে কিছু কমে; কিন্তু শেষ হয় না। শেষ না হওয়ার কারণ এই পরজীবীর ডিমের বাসা অন্ত্রের ত্বকে লেগে থাকে, যা নির্মূল করা কঠিন।
কীভাবে কৃমি আমাদের শরীরে বাসা বাঁধে
কৃমি মানবদেহে কী ক্ষতি করে
অন্ত্রে আলসার ও রক্তমিশ্রিত ডায়রিয়া হয়।
পরজীবী বাড়ার জন্য দায়ী খাবার
পরজীবী নির্মূল করার উপায়
রসুন: অ্যালিসিন নামক সালফার যৌগ পরজীবীর কোষের লিপিড মেমব্রেন ভেঙে দেয়, এনজাইম অ্যাকটিভিটি বাধাগ্রস্ত করে। প্রতিদিন রাতে এক কোষ কাঁচা রসুন খান।
কুমড়ার বীজ: বিকেলে এক মুঠ কুমড়ার বীজ খেতে পারেন।
পেঁপের বীজ: পাপাইন প্রোটিয়োলাইটিক এনজাইম পরজীবীর কাইটিনযুক্ত এক্সোস্কেলেটন ভেঙে দেয়। এটি কৃমির ডিম ধ্বংস করে দেয়। রাতে এক চামচ পেঁপের বীজের গুঁড়া চায়ের মতো করে খান।
প্রোবায়োটিক দই, কেফির: অন্ত্রের পিএইচ কমিয়ে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এতে পরজীবীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। দুপুরের খাবার খাওয়ার পর এক বাটি টক দই খান।
হলুদ: কারকুমিন প্রদাহবিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের পাশাপাশি লেশম্যানিয়া এবং প্লাজমোডিয়ামের বৃদ্ধি রোধ করে। সকালে নাশতার আগে এক কাপ পানিতে আধা চামচ বিশুদ্ধ হলুদগুঁড়া মিশিয়ে খান।
নতুন গবেষণা: নিমপাতা ও বারবেরিন পরজীবী চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে।
পরজীবীর জীবনচক্র, হোস্টের শরীরে তাদের প্রভাব, খাদ্য এবং ওষুধের মোলিকুলার মেকানিজম বোঝা সংক্রমণ নিয়ন্ত্রণের চাবিকাঠি। প্রাকৃতিক উপাদান এবং আধুনিক চিকিৎসার সমন্বয় করাটাই হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেকোনো লক্ষণ দেখা দিলে স্টুল টেস্ট এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া প্রাকৃতিক খাদ্য গ্রহণ করা জরুরি। এতে স্থায়ীভাবে মুক্তি পাবেন।
পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

কৃমি অন্ত্রে বসবাস করে। অতিরিক্ত হলে পায়ুপথে এসে বাসা বাঁধতে থাকে। এতে পায়ুপথে চুলকানি হয়। নানান ওষুধ সেবনে কিছু কমে; কিন্তু শেষ হয় না। শেষ না হওয়ার কারণ এই পরজীবীর ডিমের বাসা অন্ত্রের ত্বকে লেগে থাকে, যা নির্মূল করা কঠিন।
কীভাবে কৃমি আমাদের শরীরে বাসা বাঁধে
কৃমি মানবদেহে কী ক্ষতি করে
অন্ত্রে আলসার ও রক্তমিশ্রিত ডায়রিয়া হয়।
পরজীবী বাড়ার জন্য দায়ী খাবার
পরজীবী নির্মূল করার উপায়
রসুন: অ্যালিসিন নামক সালফার যৌগ পরজীবীর কোষের লিপিড মেমব্রেন ভেঙে দেয়, এনজাইম অ্যাকটিভিটি বাধাগ্রস্ত করে। প্রতিদিন রাতে এক কোষ কাঁচা রসুন খান।
কুমড়ার বীজ: বিকেলে এক মুঠ কুমড়ার বীজ খেতে পারেন।
পেঁপের বীজ: পাপাইন প্রোটিয়োলাইটিক এনজাইম পরজীবীর কাইটিনযুক্ত এক্সোস্কেলেটন ভেঙে দেয়। এটি কৃমির ডিম ধ্বংস করে দেয়। রাতে এক চামচ পেঁপের বীজের গুঁড়া চায়ের মতো করে খান।
প্রোবায়োটিক দই, কেফির: অন্ত্রের পিএইচ কমিয়ে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। এতে পরজীবীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। দুপুরের খাবার খাওয়ার পর এক বাটি টক দই খান।
হলুদ: কারকুমিন প্রদাহবিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের পাশাপাশি লেশম্যানিয়া এবং প্লাজমোডিয়ামের বৃদ্ধি রোধ করে। সকালে নাশতার আগে এক কাপ পানিতে আধা চামচ বিশুদ্ধ হলুদগুঁড়া মিশিয়ে খান।
নতুন গবেষণা: নিমপাতা ও বারবেরিন পরজীবী চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে।
পরজীবীর জীবনচক্র, হোস্টের শরীরে তাদের প্রভাব, খাদ্য এবং ওষুধের মোলিকুলার মেকানিজম বোঝা সংক্রমণ নিয়ন্ত্রণের চাবিকাঠি। প্রাকৃতিক উপাদান এবং আধুনিক চিকিৎসার সমন্বয় করাটাই হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেকোনো লক্ষণ দেখা দিলে স্টুল টেস্ট এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া প্রাকৃতিক খাদ্য গ্রহণ করা জরুরি। এতে স্থায়ীভাবে মুক্তি পাবেন।
পরামর্শ দিয়েছেন: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
২ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
২ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
২ দিন আগে