ডা. তাহমিদা খানম

প্রশ্ন: এক সপ্তাহ ধরে চোখের সমস্যা হচ্ছে, যাকে আমরা চোখ ওঠা বলি। চিকিৎসকের পরামর্শে চোখে ড্রপ ব্যবহার করছি। তবে কোনোভাবেই ঠিক হচ্ছে না। কী করা উচিত?
ফাহমিদা জাহান, ঢাকা
আপনার চোখে যদি ব্যথা থাকে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয়, দ্রুত চক্ষুবিশেষজ্ঞ দেখান। এ সমস্যাগুলো না থাকলে আপনার নির্দেশিত চোখের আই ড্রপ ব্যবহার করুন। চোখে ধুলাবালি বা ময়লা যেন না লাগে, সেদিকে লক্ষ রাখুন। চোখে হাত দেবেন না। পাতলা পরিষ্কার সুতি কাপড় দিয়ে চোখ পরিষ্কার করুন।
প্রশ্ন: আগে থেকেই অ্যালার্জির সমস্যা আছে। সম্প্রতি এটা এত বেড়ে গেছে যে কোনোভাবেই একে নিয়ন্ত্রণ করতে পারছি না। পায়ের দুটি আঙুল অ্যালার্জির কারণে ভীষণ চুলকায়। সেখানে চামড়া শুকিয়ে গেলেও টান লাগে। পানি কিংবা তরল কিছু ব্যবহার করলে আরও বেড়ে যায়। অ্যালার্জিজনিত খাবার এড়িয়ে চলি। কোন ধরনের ব্যবস্থা নিতে পারি?
শারমিন আক্তার, ভৈরব
আপনার খুব সম্ভবত কনট্যাক্ট ডারমাটাইটিস আছে। পা শুকনো রাখার চেষ্টা করুন। ভেজানোর পরপরই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রশ্ন: এক সপ্তাহ ধরে চোখের সমস্যা হচ্ছে, যাকে আমরা চোখ ওঠা বলি। চিকিৎসকের পরামর্শে চোখে ড্রপ ব্যবহার করছি। তবে কোনোভাবেই ঠিক হচ্ছে না। কী করা উচিত?
ফাহমিদা জাহান, ঢাকা
আপনার চোখে যদি ব্যথা থাকে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয়, দ্রুত চক্ষুবিশেষজ্ঞ দেখান। এ সমস্যাগুলো না থাকলে আপনার নির্দেশিত চোখের আই ড্রপ ব্যবহার করুন। চোখে ধুলাবালি বা ময়লা যেন না লাগে, সেদিকে লক্ষ রাখুন। চোখে হাত দেবেন না। পাতলা পরিষ্কার সুতি কাপড় দিয়ে চোখ পরিষ্কার করুন।
প্রশ্ন: আগে থেকেই অ্যালার্জির সমস্যা আছে। সম্প্রতি এটা এত বেড়ে গেছে যে কোনোভাবেই একে নিয়ন্ত্রণ করতে পারছি না। পায়ের দুটি আঙুল অ্যালার্জির কারণে ভীষণ চুলকায়। সেখানে চামড়া শুকিয়ে গেলেও টান লাগে। পানি কিংবা তরল কিছু ব্যবহার করলে আরও বেড়ে যায়। অ্যালার্জিজনিত খাবার এড়িয়ে চলি। কোন ধরনের ব্যবস্থা নিতে পারি?
শারমিন আক্তার, ভৈরব
আপনার খুব সম্ভবত কনট্যাক্ট ডারমাটাইটিস আছে। পা শুকনো রাখার চেষ্টা করুন। ভেজানোর পরপরই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাদে ও পুষ্টিগুণে শীতের রানি ফুলকপি। বহুভাবে খাওয়া যায় এ সবজি। হৃদ্রোগ, ক্যানসারসহ জটিল কিছু রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এতে থাকা খনিজ।
১৪ মিনিট আগে
জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৬ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৭ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৭ দিন আগে