ডা. নাশিদ ইসলাম

ভুলে যাওয়া একটি রোগ। এর নাম ডিমেনশিয়া। তবে সাধারণভাবে কিছু ভুলে যাওয়া রোগ নয়। অবশ্য শুধু ভুলে যাওয়াই নয়। ‘ডিমেনশিয়া’ শব্দটি একগুচ্ছ লক্ষণকে বোঝায়, যাতে স্মৃতিশক্তি কমে যাওয়া, চিন্তা, মনোযোগ ও ভাষা প্রকাশে সমস্যা হওয়া, ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটা ইত্যাদি অন্তর্ভুক্ত। এই পরিবর্তনগুলো সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে।
ডিমেনশিয়ার লক্ষণ
কারণ
অনেক কারণেই ডিমেনশিয়া হয়। তার মধ্যে আলঝেইমার রোগ হলে, স্ট্রোকের পরে, পারকিনসন্স রোগ হলে ডিমেনশিয়া বেশি হয়।
চিকিৎসা
এখন পর্যন্ত ডিমেনশিয়া নিরাময় অযোগ্য রোগ। ভালো হয়ে যাওয়ার মতো কোনো চিকিৎসা নেই এর। স্বাস্থ্যের পরিচর্যা ও জীবনশৈলীতে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডিমেনশিয়া রোগী দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। মানুষের সঙ্গে সম্পর্ক রাখা আর নিজের বাসায় নিরাপদ থাকা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে বন্ধু আর পরিবারের সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
রোগীর যত্ন
যত্নই পারে এ রোগ থেকে রোগীকে কিছুটা ভালো রাখতে।
নিজের যত্ন
ডিমেনশিয়া রোগীর একটানা পরিচর্যা করা সেবাদানকারীর জন্য কঠিন। দীর্ঘদিন এটি করলে অনেক সময় রাগ বা হতাশার জন্ম নেয়। এ জন্য সেবাদানকারীদের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি। কিছু দায়িত্ব ভাগ করে নিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।
লেখক: প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

ভুলে যাওয়া একটি রোগ। এর নাম ডিমেনশিয়া। তবে সাধারণভাবে কিছু ভুলে যাওয়া রোগ নয়। অবশ্য শুধু ভুলে যাওয়াই নয়। ‘ডিমেনশিয়া’ শব্দটি একগুচ্ছ লক্ষণকে বোঝায়, যাতে স্মৃতিশক্তি কমে যাওয়া, চিন্তা, মনোযোগ ও ভাষা প্রকাশে সমস্যা হওয়া, ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটা ইত্যাদি অন্তর্ভুক্ত। এই পরিবর্তনগুলো সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে।
ডিমেনশিয়ার লক্ষণ
কারণ
অনেক কারণেই ডিমেনশিয়া হয়। তার মধ্যে আলঝেইমার রোগ হলে, স্ট্রোকের পরে, পারকিনসন্স রোগ হলে ডিমেনশিয়া বেশি হয়।
চিকিৎসা
এখন পর্যন্ত ডিমেনশিয়া নিরাময় অযোগ্য রোগ। ভালো হয়ে যাওয়ার মতো কোনো চিকিৎসা নেই এর। স্বাস্থ্যের পরিচর্যা ও জীবনশৈলীতে পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডিমেনশিয়া রোগী দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। মানুষের সঙ্গে সম্পর্ক রাখা আর নিজের বাসায় নিরাপদ থাকা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে বন্ধু আর পরিবারের সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
রোগীর যত্ন
যত্নই পারে এ রোগ থেকে রোগীকে কিছুটা ভালো রাখতে।
নিজের যত্ন
ডিমেনশিয়া রোগীর একটানা পরিচর্যা করা সেবাদানকারীর জন্য কঠিন। দীর্ঘদিন এটি করলে অনেক সময় রাগ বা হতাশার জন্ম নেয়। এ জন্য সেবাদানকারীদের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি। কিছু দায়িত্ব ভাগ করে নিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।
লেখক: প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৪ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৫ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৫ দিন আগে
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।
৬ দিন আগে