আজকের পত্রিকা ডেস্ক

পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ বড়ির পরীক্ষায় মিলেছে বড় সাফল্য। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬ জন পুরুষ। এই ধাপে ওষুধটি শরীরে যথাযথ মাত্রায় পৌঁছায় কি না এবং এটি হৃৎস্পন্দন, হরমোন, প্রদাহ, মেজাজ কিংবা যৌনক্ষমতার ওপর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।
পরীক্ষায় দেখা যায়, এই ওষুধ সেবনে কেউই উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হননি। এটি ওষুধটির জন্য পরবর্তী ধাপে বৃহত্তর ও কার্যকারিতাভিত্তিক পরীক্ষার পথ সুগম করেছে।
এই গবেষণার ফলাফল গত মঙ্গলবার (২২ জুলাই) কমিউনিকেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে পুরুষদের জন্য কেবল দুটি জন্মনিয়ন্ত্রণ বিকল্পই রয়েছে: কনডম ও ভ্যাসেকটমি। এই পিল অনুমোদন পেলে এটি হবে পুরুষদের জন্য প্রথম ওষুধভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কলেজের অধ্যাপক গুন্ডা জর্জ বলেন, ‘নিরাপদ ও কার্যকর একটি পিল জন্মনিয়ন্ত্রণে দম্পতিদের জন্য নতুন বিকল্প তৈরি করবে। এটি পরিবার পরিকল্পনায় দায়িত্ব ভাগাভাগির সুযোগ এনে দেবে এবং পুরুষদের জন্য প্রজনন অধিকার নিশ্চিত করবে।’
এই বড়ির ওষুধ-আণবিক গঠন ইউনিভার্সিটি অব মিনেসোটা ও কলম্বিয়া ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়। ট্রায়ালের তত্ত্বাবধানে রয়েছে বায়োটেক কোম্পানি ইউওরচয়েস থেরাপিউটিকস।
এই পরীক্ষামূলক পিলটির নাম ওয়াইসিটি–৫২৯। এটি শরীরের নির্দিষ্ট সংকেত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে শুক্রাণু উৎপাদন থামিয়ে দেয়। পিলটি রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর (আরএআর) আলফা নামের একটি প্রোটিনের ওপর কাজ করে। এই রিসেপ্টরটি ভিটামিন-এ থেকে তৈরি হওয়া রেটিনোইক অ্যাসিডের সঙ্গে মিশে কোষের বৃদ্ধি, শুক্রাণু তৈরি এবং ভ্রূণের বিকাশে সাহায্য করে। ওয়াইসিটি-৫২৯ আরএআর-আলফাকে বন্ধ করে দেয়। ফলে শুক্রাণু তৈরির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা রিসেপ্টরের আণবিক গঠন বিশ্লেষণ করে কয়েক ডজন যৌগ পরীক্ষা করেন।
গবেষণাগারের পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষায় এই পিল চার সপ্তাহের মধ্যে জন্মনিয়ন্ত্রণে ৯৯ শতাংশ কার্যকর প্রমাণিত হয়। ওষুধ বন্ধের চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই পুরুষ ইঁদুরের প্রজনন ক্ষমতা ফিরে আসে।
বানরের ওপর পরীক্ষা করেও একই রকম ফলাফল পাওয়া গেছে। দুই সপ্তাহের মধ্যেই শুক্রাণুর মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ওষুধ বন্ধের ১০–১৫ সপ্তাহের মধ্যে তা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
মানবদেহে চালানো প্রথম ট্রায়ালে ৩২ থেকে ৫৯ বছর বয়সী ১৬ জন পুরুষ অংশ নেন, যাদের সবারই আগে ভ্যাসেকটমি করা ছিল। ইওরচয়েজ থেরাপিউটিকসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাদজা মানোয়েটজ বলেন, ভবিষ্যতে প্রজননে কোনো প্রভাব পড়লে তা যেন স্থায়ী না হয়, সে জন্য এই সতর্কতা নেওয়া হয়।
অংশগ্রহণকারীদের কয়েকটি দল নিম্নমাত্রার ওষুধ ও উচ্চমাত্রার ওষুধ পান। বেশির ভাগই খালি পেটে ওষুধ খান, আবার কেউ কেউ ভারী খাবারের পর ওষুধ খেয়ে শরীরে ওষুধের মাত্রা পর্যবেক্ষণের অংশ হিসেবে অংশ নেন।
সব ক্ষেত্রেই ওষুধ শরীরে কার্যকর মাত্রায় পৌঁছেছে। মানোয়েটজ জানান, যদি এই পিল অনুমোদন পায়, তবে প্রতিদিন একবার করে ১৮০ মিলিগ্রাম মাত্রায় খাওয়ার মতো হতে পারে।
পরবর্তী ট্রায়ালে পুরুষদের ২৮ দিন এবং ৯০ দিন ধরে এই পিল খাওয়ানো হচ্ছে। লক্ষ্য—এর নিরাপত্তা ও শুক্রাণুর মানে কী পরিবর্তন আসে, তা দেখা। এই ধাপে অংশ নিচ্ছেন তাঁরাই, যাঁরা ইতিমধ্যে ভ্যাসেকটমি করিয়েছেন বা যাঁরা সন্তান না নেওয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন।
গবেষকদের আশা, পুরুষদের জন্য একটি কার্যকর, নিরাপদ ও বিপরীতযোগ্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এই পিল ভবিষ্যতে পরিবার পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ বড়ির পরীক্ষায় মিলেছে বড় সাফল্য। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬ জন পুরুষ। এই ধাপে ওষুধটি শরীরে যথাযথ মাত্রায় পৌঁছায় কি না এবং এটি হৃৎস্পন্দন, হরমোন, প্রদাহ, মেজাজ কিংবা যৌনক্ষমতার ওপর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।
পরীক্ষায় দেখা যায়, এই ওষুধ সেবনে কেউই উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হননি। এটি ওষুধটির জন্য পরবর্তী ধাপে বৃহত্তর ও কার্যকারিতাভিত্তিক পরীক্ষার পথ সুগম করেছে।
এই গবেষণার ফলাফল গত মঙ্গলবার (২২ জুলাই) কমিউনিকেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে পুরুষদের জন্য কেবল দুটি জন্মনিয়ন্ত্রণ বিকল্পই রয়েছে: কনডম ও ভ্যাসেকটমি। এই পিল অনুমোদন পেলে এটি হবে পুরুষদের জন্য প্রথম ওষুধভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কলেজের অধ্যাপক গুন্ডা জর্জ বলেন, ‘নিরাপদ ও কার্যকর একটি পিল জন্মনিয়ন্ত্রণে দম্পতিদের জন্য নতুন বিকল্প তৈরি করবে। এটি পরিবার পরিকল্পনায় দায়িত্ব ভাগাভাগির সুযোগ এনে দেবে এবং পুরুষদের জন্য প্রজনন অধিকার নিশ্চিত করবে।’
এই বড়ির ওষুধ-আণবিক গঠন ইউনিভার্সিটি অব মিনেসোটা ও কলম্বিয়া ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়। ট্রায়ালের তত্ত্বাবধানে রয়েছে বায়োটেক কোম্পানি ইউওরচয়েস থেরাপিউটিকস।
এই পরীক্ষামূলক পিলটির নাম ওয়াইসিটি–৫২৯। এটি শরীরের নির্দিষ্ট সংকেত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে শুক্রাণু উৎপাদন থামিয়ে দেয়। পিলটি রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর (আরএআর) আলফা নামের একটি প্রোটিনের ওপর কাজ করে। এই রিসেপ্টরটি ভিটামিন-এ থেকে তৈরি হওয়া রেটিনোইক অ্যাসিডের সঙ্গে মিশে কোষের বৃদ্ধি, শুক্রাণু তৈরি এবং ভ্রূণের বিকাশে সাহায্য করে। ওয়াইসিটি-৫২৯ আরএআর-আলফাকে বন্ধ করে দেয়। ফলে শুক্রাণু তৈরির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা রিসেপ্টরের আণবিক গঠন বিশ্লেষণ করে কয়েক ডজন যৌগ পরীক্ষা করেন।
গবেষণাগারের পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষায় এই পিল চার সপ্তাহের মধ্যে জন্মনিয়ন্ত্রণে ৯৯ শতাংশ কার্যকর প্রমাণিত হয়। ওষুধ বন্ধের চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই পুরুষ ইঁদুরের প্রজনন ক্ষমতা ফিরে আসে।
বানরের ওপর পরীক্ষা করেও একই রকম ফলাফল পাওয়া গেছে। দুই সপ্তাহের মধ্যেই শুক্রাণুর মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ওষুধ বন্ধের ১০–১৫ সপ্তাহের মধ্যে তা আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
মানবদেহে চালানো প্রথম ট্রায়ালে ৩২ থেকে ৫৯ বছর বয়সী ১৬ জন পুরুষ অংশ নেন, যাদের সবারই আগে ভ্যাসেকটমি করা ছিল। ইওরচয়েজ থেরাপিউটিকসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাদজা মানোয়েটজ বলেন, ভবিষ্যতে প্রজননে কোনো প্রভাব পড়লে তা যেন স্থায়ী না হয়, সে জন্য এই সতর্কতা নেওয়া হয়।
অংশগ্রহণকারীদের কয়েকটি দল নিম্নমাত্রার ওষুধ ও উচ্চমাত্রার ওষুধ পান। বেশির ভাগই খালি পেটে ওষুধ খান, আবার কেউ কেউ ভারী খাবারের পর ওষুধ খেয়ে শরীরে ওষুধের মাত্রা পর্যবেক্ষণের অংশ হিসেবে অংশ নেন।
সব ক্ষেত্রেই ওষুধ শরীরে কার্যকর মাত্রায় পৌঁছেছে। মানোয়েটজ জানান, যদি এই পিল অনুমোদন পায়, তবে প্রতিদিন একবার করে ১৮০ মিলিগ্রাম মাত্রায় খাওয়ার মতো হতে পারে।
পরবর্তী ট্রায়ালে পুরুষদের ২৮ দিন এবং ৯০ দিন ধরে এই পিল খাওয়ানো হচ্ছে। লক্ষ্য—এর নিরাপত্তা ও শুক্রাণুর মানে কী পরিবর্তন আসে, তা দেখা। এই ধাপে অংশ নিচ্ছেন তাঁরাই, যাঁরা ইতিমধ্যে ভ্যাসেকটমি করিয়েছেন বা যাঁরা সন্তান না নেওয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছেন।
গবেষকদের আশা, পুরুষদের জন্য একটি কার্যকর, নিরাপদ ও বিপরীতযোগ্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এই পিল ভবিষ্যতে পরিবার পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৩ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে