
আবিষ্কারের পর প্রায় ২০ বছর ধরে ওষুধটির উন্নয়নে কাজ করেছেন গবেষকেরা। এবার এটিকে ক্যানসার আক্রান্ত মানুষের ওপর পিল হিসেবে প্রয়োগ করতে যাচ্ছেন তাঁরা।
আজ বুধবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এওএই ১৯৯৬’ নামের ওই ওষুধটি প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) নামে একটি প্রোটিনের ক্যানসার রূপকে শিকারে পরিণত করতে পারে। পিসিএনএ-কে অতীতে ‘অনিরাময়যোগ্য’ হিসাবে বিবেচনা করা হতো।
যুক্তরাষ্ট্রের অন্যতম ক্যানসার গবেষণা ও চিকিৎসা সংস্থা ‘সিটি অফ হোপ’ ওষুধটি নিয়ে কাজ করছে। গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক লিন্ডা মালকাস জানান, প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) মারাত্মকভাবে ক্যানসার কোষে পরিবর্তিত হতে পারে। এ জন্যই এটিকে টার্গেট করে ওষুধ তৈরি করা হয়েছে।
পিসিএনএ-কে একটি একটি বিমানবন্দরের সঙ্গে তুলনা করে লিন্ডা বলেন, ‘আমাদের ক্যানসার হত্যাকারী পিলটি একটি তুষারঝড়ের মতো, যা ওই এয়ারলাইন হাব থেকে ক্যানসার কোষ বহন করা বিমানগুলোর আসা-যাওয়া বন্ধ করে দিতে পারে।’
প্রাথমিক ফলগুলো আশাব্যাঞ্জক হওয়ায় এবং দীর্ঘ পর্যবেক্ষণের আলোকে গবেষকেরা দেখেছেন, নতুন ওষুধটি কোষ এবং প্রাণী মডেলগুলোতে টিউমারের বৃদ্ধিকে দমন করতে পারে। তাই মানুষের মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায় শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে—ওই ওষুধটি স্তন, প্রোস্টেট ও ব্রেইন ক্যানসারসহ ডিম্বাশয়, সার্ভিক্যাল, ত্বক এবং ফুসফুস ক্যানসার থেকে সংগৃহীত কোষের চিকিৎসায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
আশা করা যায়, এবার রোগীদের মাঝে ইতিবাচক ফল পাওয়া গেলে ক্যানসার চিকিৎসায় পৃথিবীকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে এওএই ১৯৯৬।

আবিষ্কারের পর প্রায় ২০ বছর ধরে ওষুধটির উন্নয়নে কাজ করেছেন গবেষকেরা। এবার এটিকে ক্যানসার আক্রান্ত মানুষের ওপর পিল হিসেবে প্রয়োগ করতে যাচ্ছেন তাঁরা।
আজ বুধবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এওএই ১৯৯৬’ নামের ওই ওষুধটি প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) নামে একটি প্রোটিনের ক্যানসার রূপকে শিকারে পরিণত করতে পারে। পিসিএনএ-কে অতীতে ‘অনিরাময়যোগ্য’ হিসাবে বিবেচনা করা হতো।
যুক্তরাষ্ট্রের অন্যতম ক্যানসার গবেষণা ও চিকিৎসা সংস্থা ‘সিটি অফ হোপ’ ওষুধটি নিয়ে কাজ করছে। গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক লিন্ডা মালকাস জানান, প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) মারাত্মকভাবে ক্যানসার কোষে পরিবর্তিত হতে পারে। এ জন্যই এটিকে টার্গেট করে ওষুধ তৈরি করা হয়েছে।
পিসিএনএ-কে একটি একটি বিমানবন্দরের সঙ্গে তুলনা করে লিন্ডা বলেন, ‘আমাদের ক্যানসার হত্যাকারী পিলটি একটি তুষারঝড়ের মতো, যা ওই এয়ারলাইন হাব থেকে ক্যানসার কোষ বহন করা বিমানগুলোর আসা-যাওয়া বন্ধ করে দিতে পারে।’
প্রাথমিক ফলগুলো আশাব্যাঞ্জক হওয়ায় এবং দীর্ঘ পর্যবেক্ষণের আলোকে গবেষকেরা দেখেছেন, নতুন ওষুধটি কোষ এবং প্রাণী মডেলগুলোতে টিউমারের বৃদ্ধিকে দমন করতে পারে। তাই মানুষের মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায় শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে—ওই ওষুধটি স্তন, প্রোস্টেট ও ব্রেইন ক্যানসারসহ ডিম্বাশয়, সার্ভিক্যাল, ত্বক এবং ফুসফুস ক্যানসার থেকে সংগৃহীত কোষের চিকিৎসায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
আশা করা যায়, এবার রোগীদের মাঝে ইতিবাচক ফল পাওয়া গেলে ক্যানসার চিকিৎসায় পৃথিবীকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে এওএই ১৯৯৬।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
১১ ঘণ্টা আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
১৪ ঘণ্টা আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
১৯ ঘণ্টা আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে