স্বাস্থ্য ডেস্ক

পিরিয়ড বা ঋতুস্রাবের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেকের পেটে ব্যথা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা কমানোর ওষুধসহ কোনো ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, পিরিয়ডের সময় জরায়ুতে চাপ পড়ে এবং পেশির সংকোচন-প্রসারণের জন্য পেটে ব্যথা হয়। এই ব্যথার তীব্রতা ছড়িয়ে পড়তে পারে কোমর ও শরীরে। ঘরোয়াভাবেও এ ব্যথা কমানো যায়।
হট ওয়াটার ব্যাগ
প্রাকৃতিক উপায়ে পিরিয়ডের ব্যথা কমানোর এটিই প্রাথমিক ধাপ। পেটে গরম পানির সেঁক দিলে ব্যথা অনেক কমে যায় এবং আরামবোধ হয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন জানিয়েছে, কিছু খাবার পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। এগুলোর মধ্যে আছে:
ক্যামোমাইল টি
পিরিয়ডের সময় ক্যামোমাইল টি উপকারে আসতে পারে। এই চায়ের রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টি স্প্যাসমোডিয়্যাক বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য ঋতুস্রাবজনিত ব্যথা অনেকটা কমাতে সক্ষম। এই চা পানের সঙ্গে দেহে গ্লাইসিন নামের একধরনের উপাদান তৈরি হয়। এটি স্নায়ুকে নিস্তেজ করে দেয়। এতে যন্ত্রণা কম হয়।
ডার্ক চকলেট
পিরিয়ডের সময় চকলেট খেতে নিষেধ করা হলেও ডার্ক চকলেট খেতে বলেন অনেক চিকিৎসক। এটি ক্লান্তি ও অবসাদ কাটাতে সহায়তা করে।
আদা চা
পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি পেতে আদা চা পান করলে ব্যথা অনেকটাই কমে। ব্যথা কমাতে ও বমি ভাব দূর করতে আদা ভূমিকা রাখে।
সূত্র: হেলথ লাইন

পিরিয়ড বা ঋতুস্রাবের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেকের পেটে ব্যথা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা কমানোর ওষুধসহ কোনো ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, পিরিয়ডের সময় জরায়ুতে চাপ পড়ে এবং পেশির সংকোচন-প্রসারণের জন্য পেটে ব্যথা হয়। এই ব্যথার তীব্রতা ছড়িয়ে পড়তে পারে কোমর ও শরীরে। ঘরোয়াভাবেও এ ব্যথা কমানো যায়।
হট ওয়াটার ব্যাগ
প্রাকৃতিক উপায়ে পিরিয়ডের ব্যথা কমানোর এটিই প্রাথমিক ধাপ। পেটে গরম পানির সেঁক দিলে ব্যথা অনেক কমে যায় এবং আরামবোধ হয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন জানিয়েছে, কিছু খাবার পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। এগুলোর মধ্যে আছে:
ক্যামোমাইল টি
পিরিয়ডের সময় ক্যামোমাইল টি উপকারে আসতে পারে। এই চায়ের রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টি স্প্যাসমোডিয়্যাক বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য ঋতুস্রাবজনিত ব্যথা অনেকটা কমাতে সক্ষম। এই চা পানের সঙ্গে দেহে গ্লাইসিন নামের একধরনের উপাদান তৈরি হয়। এটি স্নায়ুকে নিস্তেজ করে দেয়। এতে যন্ত্রণা কম হয়।
ডার্ক চকলেট
পিরিয়ডের সময় চকলেট খেতে নিষেধ করা হলেও ডার্ক চকলেট খেতে বলেন অনেক চিকিৎসক। এটি ক্লান্তি ও অবসাদ কাটাতে সহায়তা করে।
আদা চা
পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি পেতে আদা চা পান করলে ব্যথা অনেকটাই কমে। ব্যথা কমাতে ও বমি ভাব দূর করতে আদা ভূমিকা রাখে।
সূত্র: হেলথ লাইন

জীবনে রঙের অস্তিত্ব না থাকলে কেমন হতো? নির্জীব, একঘেয়ে কেমন যেন নিরানন্দ কিংবা নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। রঙিন কিছু দেখলেই আমাদের মন যেন উৎফুল্ল হয়ে ওঠে, খাবারের বেলায়ও এটি একই রকম সত্য।
৪ দিন আগে
ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া যেমন কঠিন, সেই সিদ্ধান্তে দীর্ঘদিন অটল থাকা অনেকের ক্ষেত্রে আরও কঠিন। সঠিক অনুপ্রেরণা না থাকলে ওজন কমানো শুরু করাই কঠিন হয়ে পড়ে। আর শুরু করলেও মাঝপথে থেমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু বাস্তবসম্মত কৌশল অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন সহজ হতে পারে।
৫ দিন আগে
থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন কিংবা প্রাণরস। এটি গলার সামনে থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরে কাজ করে।
৫ দিন আগে
সুষম খাবারের ৬টি উপাদানের অন্যতম ভিটামিন ও খনিজ লবণ। এগুলো আমাদের শরীরের চালিকাশক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। শরীরের একেকটি অঙ্গের সুরক্ষায় একেক ধরনের ভিটামিন প্রয়োজন হয়। যেমন চুল ও চোখের সুরক্ষায় ভিটামিন ‘এ’, ত্বকের সুরক্ষায় ভিটামিন ‘বি’ ও ‘সি’, হাড় ও দাঁতের সুরক্ষায় ভিটামিন ‘ডি’ প্রয়োজন হয়।
৫ দিন আগে