ফ্যাক্টচেক ডেস্ক

যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রেখেছে মেয়ের পরিবার- এমন শিরোনামে গত বুধবার (১৭ এপ্রিল) একটি ভিডিও প্রকাশ করেছে জাতীয় দৈনিক ইত্তেফাক। সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ওইদিন বিকেল ৩টা ২১ মিনিটে ভিডিওটি রিল আকারে পোস্ট করা হয়। পোস্টটি আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৫ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৩ হাজারের বেশি, রিয়েকশন পড়েছে ৩৪ হাজার। ভিডিওটিতে ঘটনাটি কোথায় ঘটেছে এমন কোনো তথ্য দেওয়া হয়নি।
ভিডিওটি একই দাবিতে ফেসবুকের অন্যান্য পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও প্রচার হতে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভাইরাল ভিডিওটি সম্পর্কে কোথাও কোথাও দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া চৌরঙ্গী বাজার এলাকায়।
ঘটনাটি নিয়ে অনুসন্ধানের শুরুতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া চৌরঙ্গী বাজার এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে খোঁজ নেয় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকার দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম বলেন, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া ভিডিওটিতে মানুষের কথাবার্তার সঙ্গেও দিনাজপুরের ভাষার মিল নেই।
পরবর্তী সময়ে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ‘Sk Sagor’ নামের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ১২ এপ্রিল দুপুর ১২টা ৩৯ মিনিটে পেজটিতে ‘বিয়ার দিন জামাই যৌতুক চাওয়ার জন্য বেঁধে রাখল দেখুন’ শিরোনামে পোস্ট করা হয়। মূল ভিডিওটি ৩ মিনিট ৩৯ সেকেন্ডের। ভিডিওটির সঙ্গে সংবাদমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য পেজ ও অ্যাকাউন্টে ভাইরাল হওয়া ভিডিওটির মিল পাওয়া যায়।
‘Sk Sagor’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, পেজটি পরিচালনা করা হয় খুলনা থেকে, এটি বিনোদনমূলক পেজ। পেজটি থেকে ‘মজার মজার ফানি ভিডিও’ পোস্ট করা হবে-এমন ঘোষণা দেওয়া হয়েছে পরিচয়ে।
পরে পেজটি ঘুরে দেখা যায়, যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রাখার দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তিদের পেজটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে।
‘Way to Jannah’ ৩৩ হাজার ফলোয়ারের আরেকটি পেজ থেকেও একই ব্যক্তিদের অভিনীত বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে আজকের পত্রিকার সার্বিক বিশ্লেষণে এটি স্পষ্ট, যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রাখার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো নাটক, কোনো বাস্তব ঘটনা নয়।

যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রেখেছে মেয়ের পরিবার- এমন শিরোনামে গত বুধবার (১৭ এপ্রিল) একটি ভিডিও প্রকাশ করেছে জাতীয় দৈনিক ইত্তেফাক। সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ওইদিন বিকেল ৩টা ২১ মিনিটে ভিডিওটি রিল আকারে পোস্ট করা হয়। পোস্টটি আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৫ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৩ হাজারের বেশি, রিয়েকশন পড়েছে ৩৪ হাজার। ভিডিওটিতে ঘটনাটি কোথায় ঘটেছে এমন কোনো তথ্য দেওয়া হয়নি।
ভিডিওটি একই দাবিতে ফেসবুকের অন্যান্য পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও প্রচার হতে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভাইরাল ভিডিওটি সম্পর্কে কোথাও কোথাও দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া চৌরঙ্গী বাজার এলাকায়।
ঘটনাটি নিয়ে অনুসন্ধানের শুরুতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া চৌরঙ্গী বাজার এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে খোঁজ নেয় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকার দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রতিনিধি রকিবুল ইসলাম বলেন, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, ওই এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া ভিডিওটিতে মানুষের কথাবার্তার সঙ্গেও দিনাজপুরের ভাষার মিল নেই।
পরবর্তী সময়ে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ‘Sk Sagor’ নামের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ১২ এপ্রিল দুপুর ১২টা ৩৯ মিনিটে পেজটিতে ‘বিয়ার দিন জামাই যৌতুক চাওয়ার জন্য বেঁধে রাখল দেখুন’ শিরোনামে পোস্ট করা হয়। মূল ভিডিওটি ৩ মিনিট ৩৯ সেকেন্ডের। ভিডিওটির সঙ্গে সংবাদমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য পেজ ও অ্যাকাউন্টে ভাইরাল হওয়া ভিডিওটির মিল পাওয়া যায়।
‘Sk Sagor’ পেজটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, পেজটি পরিচালনা করা হয় খুলনা থেকে, এটি বিনোদনমূলক পেজ। পেজটি থেকে ‘মজার মজার ফানি ভিডিও’ পোস্ট করা হবে-এমন ঘোষণা দেওয়া হয়েছে পরিচয়ে।
পরে পেজটি ঘুরে দেখা যায়, যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রাখার দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তিদের পেজটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে।
‘Way to Jannah’ ৩৩ হাজার ফলোয়ারের আরেকটি পেজ থেকেও একই ব্যক্তিদের অভিনীত বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে আজকের পত্রিকার সার্বিক বিশ্লেষণে এটি স্পষ্ট, যৌতুক চাওয়ায় বর ও বরের বাবাকে রশি দিয়ে বেঁধে রাখার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো নাটক, কোনো বাস্তব ঘটনা নয়।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫