ফ্যাক্টচেক ডেস্ক

ফেসবুকে অনেকেই একটি স্ক্রিনশট পোস্ট করছেন যার শিরোনাম ‘রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। সংযুক্ত সংবাদে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে কোন পোস্টেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ হয়নি।
ফেসবুকে এই স্ক্রিনশটটি শত শত শেয়ার হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা নাই। তাই রোযা রাখলে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা এইসব না মানলেও চলবে।
আদতে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ এমনটি বলেনি। জার্নাল অব গ্লোবাল হেলথ মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত যেসব এলাকায় গবেষণাটি চালিয়েছে সেখানে গত রমযান মাসে মৃত্যুহার নিম্নমুখী ছিলো। কিন্তু ওইসব এলাকায় রমযান মাস আসার আগে কিংবা পরেও মৃত্যুহার নিম্নমুখী ছিলো। তার মানে রোযা রাখা না রাখার সাথে সংক্রমণ নিম্নমুখী হওয়ার কোনো যোগসূত্র নাই। রোযা রেখেও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, রোযা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি। তার মানে এই নয় যে, সংক্রমণ একেবারেই হবে না। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারটা রোযার সাথে সম্পর্কিত না, বরং স্বাস্থ্যবিধি মানা না মানার সাথে বেশি সম্পর্কিত।
অতএব, ভাইরাল হওয়া স্ক্রিনশটের তথ্য ও শিরোনাম বিভ্রান্তিকর।

ফেসবুকে অনেকেই একটি স্ক্রিনশট পোস্ট করছেন যার শিরোনাম ‘রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। সংযুক্ত সংবাদে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে কোন পোস্টেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ হয়নি।
ফেসবুকে এই স্ক্রিনশটটি শত শত শেয়ার হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা নাই। তাই রোযা রাখলে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা এইসব না মানলেও চলবে।
আদতে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ এমনটি বলেনি। জার্নাল অব গ্লোবাল হেলথ মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত যেসব এলাকায় গবেষণাটি চালিয়েছে সেখানে গত রমযান মাসে মৃত্যুহার নিম্নমুখী ছিলো। কিন্তু ওইসব এলাকায় রমযান মাস আসার আগে কিংবা পরেও মৃত্যুহার নিম্নমুখী ছিলো। তার মানে রোযা রাখা না রাখার সাথে সংক্রমণ নিম্নমুখী হওয়ার কোনো যোগসূত্র নাই। রোযা রেখেও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, রোযা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি। তার মানে এই নয় যে, সংক্রমণ একেবারেই হবে না। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারটা রোযার সাথে সম্পর্কিত না, বরং স্বাস্থ্যবিধি মানা না মানার সাথে বেশি সম্পর্কিত।
অতএব, ভাইরাল হওয়া স্ক্রিনশটের তথ্য ও শিরোনাম বিভ্রান্তিকর।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫