ফ্যাক্টচেক ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাকে কয়েকজন একটি ময়লাযুক্ত ব্যাগ থেকে টাকার বান্ডেল বের করছেন।
‘Voiceof Ekattor’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা নাহিদের বাড়ির পুকুর থেকে ৪ ব্যাগ টাকা (৪.৫ কোটি) উদ্ধার! দেশের উন্নতি চরমে, টাকার খনি পাওয়া গেছে... ইনুস ম্যাজিক।’ (বানান অপরিবর্তিত)
তবে ‘বিএনপি সাংবাদিক’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৪ জুন বেলা ১টা ৫৩ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা নাহিদের গ্রামের বাড়ির পিছনে ছোট্ট একটি পুকুরে মধ্যে গোপন তথ্যের মাধ্যমে পুলিশ চার ব্যাক টাকা উদ্ধার করে একটি ব্যাগ পানির উপরে বাসতে দেখলে কেউ একজন পুলিশকে খবর দেই এবং পুলিশ ঘটনাস্থলে গেলে চার ব্যাক টাকা উদ্ধার করে চারটি ব্যাগের টাকার পরিমান ছিল 3 কোটি 51 লাখ 72 হাজার দারনা করা হচ্ছে কেউ টাকা ফেলে রেখে গেছে।’ (বানান অপরিবর্তিত)
আজ রোববার (২২ জুন) বেলা ২টা পর্যন্ত ভিডিওটি ৬ লাখ ৯১ হাজারবার দেখা হয়েছে। তবে এই পোস্টের রিঅ্যাকশন কাউন্ট হাইড করা। এতে ৩১৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯ হাজার ৫০০ বার।
Nanjiba Nur ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Shahadat Hossain নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি গত ১৮ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর পুলিশ সদস্য, টাকার ব্যাগ, তাঁদের টাকা বের করার দৃশ্যে ও আশপাশের মানুষের মিল রয়েছে।
ভিডিওর ডেসক্রিপশনে লেখা, ‘লামার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লুট হওয়া আরো ১৭ লাখ টাকা উদ্ধার করে লামা থানা পুলিশ। আজ শনিবার (১৭ মে) দুপুর ১২টায় লামা পৌরসভার ৮ নং ওয়ার্ড লাইনঝিরি এলাকার বাসিন্দা এবং ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাড়ির পাশ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। লামা উপজেলা লামা বান্দরবান।’ (বানান অপরিবর্তিত)
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইটে গত ১৭ মে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে একই দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ মে ভোরে দেশীয় অস্ত্রের মাধ্যমে একদল অজ্ঞাতনামা ডাকাত বান্দরবানের লামা উপজেলার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে রেখে ১ কোটি ৭৫ লাখ ৬৩৮ টাকা নিয়ে যায়। পরে এই ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
পরে পুলিশ ওই ডাকাতির ঘটনায় লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পৃথক তিনটি অভিযান চালিয়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।
একই তথ্য ও দৃশ্যে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি, মাছরাঙা টিভি ও নিউজ টুয়েনটিফোরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মস্থান ঢাকার ফকিরখালীতে।
এ ছাড়া নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধারের দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সম্প্রতি দেশিও কোনো সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মে দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে এনসিপির তারিকুল ইসলাম (৪০) নামের এক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের তথ্য সংবাদমাধ্যমে এসেছে।
সুতরাং, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধারের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে ডাকাতির ঘটনায় চুরি হওয়া টাকা অভিযুক্ত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গত ১৭ মে পুলিশ উদ্ধার করে। সেই ঘটনারই ভিডিও এটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাকে কয়েকজন একটি ময়লাযুক্ত ব্যাগ থেকে টাকার বান্ডেল বের করছেন।
‘Voiceof Ekattor’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা নাহিদের বাড়ির পুকুর থেকে ৪ ব্যাগ টাকা (৪.৫ কোটি) উদ্ধার! দেশের উন্নতি চরমে, টাকার খনি পাওয়া গেছে... ইনুস ম্যাজিক।’ (বানান অপরিবর্তিত)
তবে ‘বিএনপি সাংবাদিক’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৪ জুন বেলা ১টা ৫৩ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘উপদেষ্টা নাহিদের গ্রামের বাড়ির পিছনে ছোট্ট একটি পুকুরে মধ্যে গোপন তথ্যের মাধ্যমে পুলিশ চার ব্যাক টাকা উদ্ধার করে একটি ব্যাগ পানির উপরে বাসতে দেখলে কেউ একজন পুলিশকে খবর দেই এবং পুলিশ ঘটনাস্থলে গেলে চার ব্যাক টাকা উদ্ধার করে চারটি ব্যাগের টাকার পরিমান ছিল 3 কোটি 51 লাখ 72 হাজার দারনা করা হচ্ছে কেউ টাকা ফেলে রেখে গেছে।’ (বানান অপরিবর্তিত)
আজ রোববার (২২ জুন) বেলা ২টা পর্যন্ত ভিডিওটি ৬ লাখ ৯১ হাজারবার দেখা হয়েছে। তবে এই পোস্টের রিঅ্যাকশন কাউন্ট হাইড করা। এতে ৩১৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯ হাজার ৫০০ বার।
Nanjiba Nur ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Shahadat Hossain নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি গত ১৮ মে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর পুলিশ সদস্য, টাকার ব্যাগ, তাঁদের টাকা বের করার দৃশ্যে ও আশপাশের মানুষের মিল রয়েছে।
ভিডিওর ডেসক্রিপশনে লেখা, ‘লামার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লুট হওয়া আরো ১৭ লাখ টাকা উদ্ধার করে লামা থানা পুলিশ। আজ শনিবার (১৭ মে) দুপুর ১২টায় লামা পৌরসভার ৮ নং ওয়ার্ড লাইনঝিরি এলাকার বাসিন্দা এবং ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাড়ির পাশ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। লামা উপজেলা লামা বান্দরবান।’ (বানান অপরিবর্তিত)
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইটে গত ১৭ মে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে একই দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ মে ভোরে দেশীয় অস্ত্রের মাধ্যমে একদল অজ্ঞাতনামা ডাকাত বান্দরবানের লামা উপজেলার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে রেখে ১ কোটি ৭৫ লাখ ৬৩৮ টাকা নিয়ে যায়। পরে এই ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
পরে পুলিশ ওই ডাকাতির ঘটনায় লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পৃথক তিনটি অভিযান চালিয়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে পুলিশ।
একই তথ্য ও দৃশ্যে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি, মাছরাঙা টিভি ও নিউজ টুয়েনটিফোরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মস্থান ঢাকার ফকিরখালীতে।
এ ছাড়া নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধারের দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সম্প্রতি দেশিও কোনো সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মে দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে এনসিপির তারিকুল ইসলাম (৪০) নামের এক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের তথ্য সংবাদমাধ্যমে এসেছে।
সুতরাং, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধারের দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে ডাকাতির ঘটনায় চুরি হওয়া টাকা অভিযুক্ত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গত ১৭ মে পুলিশ উদ্ধার করে। সেই ঘটনারই ভিডিও এটি।
রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১৭ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
১৮ দিন আগেপিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর ভাবি মৌকলি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
১৯ দিন আগে