ফ্যাক্টচেক ডেস্ক
ভয়াবহ দাবানলে টানা পাঁচদিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। ঝড়ো বাতাসের কারণে আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আগুন নেভাতে কাজ করছেন শত শত অগ্নিনির্বাপণকর্মী।
এরই মধ্যে, আগুন নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিমান, হেলিকপ্টার দিয়ে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে ক্যালিফোর্নি। আমি এমন ধ্বংস আর কখনো দেখিনি।’
ভিডিওটির ১ মিনিট ৫ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত দেখা যায়, একটি উড়োজাহাজ রাস্তার ওপর বিধ্বস্ত হয়েছে।
তবে কোনো পোস্টেই ভিডিওর সূত্র উল্লেখ করা হয়নি।
মোস্তফা কামাল (Mostofa Kamal) নামের একটিফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়ে পড়েছেন। এই পোস্টে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত ১ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৩ লাখ ৩৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটি ২ হাজার ৪০০–এর বেশি শেয়ার হয়েছে এবং ১০০–এর বেশি কমেন্ট করা হয়েছে।
পোস্টের কিছু কমেন্টে ভিডিওটির সত্যতা জানতে চাওয়া হয়েছে। আবার সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে। ইমরান খান (Imran Khan) নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যদি হয় এই অবস্থা, তাহলে বুঝা যায় মানুষ কত অসহায়। আল্লাহ কি না পারে দেখেন এইবার।’
ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল–জাজিরার ইংরেজি বিভাগের ইউটিউব চ্যানেলে একই ভিডিওপাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, সেসময় চিলির তালকা শহরের একটি হাইওয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও এটি। এই দুর্ঘটনায় পাইলট নিহত এবং চারজন আহত হন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমডেইলি মেইলের একটি প্রতিবেদনেও একই তথ্যসম্বলিত ভিডিও পাওয়া যায়।
ওই সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
আল–জাজিরা ও ডেইলি মেইলের ভিডিওতে দেখতে পাওয়া উড়োজাহাজ এবং এর আশপাশের উপাদানগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
সুতরাং, বাংলাদেশে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, চিলির তালকা শহরের একটি হাইওয়েতে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।
ভয়াবহ দাবানলে টানা পাঁচদিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। ঝড়ো বাতাসের কারণে আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আগুন নেভাতে কাজ করছেন শত শত অগ্নিনির্বাপণকর্মী।
এরই মধ্যে, আগুন নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিমান, হেলিকপ্টার দিয়ে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে ক্যালিফোর্নি। আমি এমন ধ্বংস আর কখনো দেখিনি।’
ভিডিওটির ১ মিনিট ৫ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত দেখা যায়, একটি উড়োজাহাজ রাস্তার ওপর বিধ্বস্ত হয়েছে।
তবে কোনো পোস্টেই ভিডিওর সূত্র উল্লেখ করা হয়নি।
মোস্তফা কামাল (Mostofa Kamal) নামের একটিফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়ে পড়েছেন। এই পোস্টে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত ১ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৩ লাখ ৩৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটি ২ হাজার ৪০০–এর বেশি শেয়ার হয়েছে এবং ১০০–এর বেশি কমেন্ট করা হয়েছে।
পোস্টের কিছু কমেন্টে ভিডিওটির সত্যতা জানতে চাওয়া হয়েছে। আবার সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে। ইমরান খান (Imran Khan) নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যদি হয় এই অবস্থা, তাহলে বুঝা যায় মানুষ কত অসহায়। আল্লাহ কি না পারে দেখেন এইবার।’
ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল–জাজিরার ইংরেজি বিভাগের ইউটিউব চ্যানেলে একই ভিডিওপাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, সেসময় চিলির তালকা শহরের একটি হাইওয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও এটি। এই দুর্ঘটনায় পাইলট নিহত এবং চারজন আহত হন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমডেইলি মেইলের একটি প্রতিবেদনেও একই তথ্যসম্বলিত ভিডিও পাওয়া যায়।
ওই সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
আল–জাজিরা ও ডেইলি মেইলের ভিডিওতে দেখতে পাওয়া উড়োজাহাজ এবং এর আশপাশের উপাদানগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
সুতরাং, বাংলাদেশে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, চিলির তালকা শহরের একটি হাইওয়েতে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।
শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৮ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
২ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
২ দিন আগেসম্প্রতি মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সেটিতে দুই তরুণের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা, ‘নাস্তিক আজহারী বিয়ে বাড়ির ডান্স।’
২ দিন আগে