ফ্যাক্টচেক ডেস্ক
ভয়াবহ দাবানলে টানা পাঁচদিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। ঝড়ো বাতাসের কারণে আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আগুন নেভাতে কাজ করছেন শত শত অগ্নিনির্বাপণকর্মী।
এরই মধ্যে, আগুন নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিমান, হেলিকপ্টার দিয়ে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে ক্যালিফোর্নি। আমি এমন ধ্বংস আর কখনো দেখিনি।’
ভিডিওটির ১ মিনিট ৫ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত দেখা যায়, একটি উড়োজাহাজ রাস্তার ওপর বিধ্বস্ত হয়েছে।
তবে কোনো পোস্টেই ভিডিওর সূত্র উল্লেখ করা হয়নি।
মোস্তফা কামাল (Mostofa Kamal) নামের একটিফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়ে পড়েছেন। এই পোস্টে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত ১ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৩ লাখ ৩৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটি ২ হাজার ৪০০–এর বেশি শেয়ার হয়েছে এবং ১০০–এর বেশি কমেন্ট করা হয়েছে।
পোস্টের কিছু কমেন্টে ভিডিওটির সত্যতা জানতে চাওয়া হয়েছে। আবার সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে। ইমরান খান (Imran Khan) নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যদি হয় এই অবস্থা, তাহলে বুঝা যায় মানুষ কত অসহায়। আল্লাহ কি না পারে দেখেন এইবার।’
ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল–জাজিরার ইংরেজি বিভাগের ইউটিউব চ্যানেলে একই ভিডিওপাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, সেসময় চিলির তালকা শহরের একটি হাইওয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও এটি। এই দুর্ঘটনায় পাইলট নিহত এবং চারজন আহত হন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমডেইলি মেইলের একটি প্রতিবেদনেও একই তথ্যসম্বলিত ভিডিও পাওয়া যায়।
ওই সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
আল–জাজিরা ও ডেইলি মেইলের ভিডিওতে দেখতে পাওয়া উড়োজাহাজ এবং এর আশপাশের উপাদানগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
সুতরাং, বাংলাদেশে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, চিলির তালকা শহরের একটি হাইওয়েতে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।
ভয়াবহ দাবানলে টানা পাঁচদিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’। ঝড়ো বাতাসের কারণে আশেপাশের এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। আগুন নেভাতে কাজ করছেন শত শত অগ্নিনির্বাপণকর্মী।
এরই মধ্যে, আগুন নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিমান, হেলিকপ্টার দিয়ে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে ক্যালিফোর্নি। আমি এমন ধ্বংস আর কখনো দেখিনি।’
ভিডিওটির ১ মিনিট ৫ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত দেখা যায়, একটি উড়োজাহাজ রাস্তার ওপর বিধ্বস্ত হয়েছে।
তবে কোনো পোস্টেই ভিডিওর সূত্র উল্লেখ করা হয়নি।
মোস্তফা কামাল (Mostofa Kamal) নামের একটিফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়ে পড়েছেন। এই পোস্টে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত ১ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে এবং ভিডিওটি ৩ লাখ ৩৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটি ২ হাজার ৪০০–এর বেশি শেয়ার হয়েছে এবং ১০০–এর বেশি কমেন্ট করা হয়েছে।
পোস্টের কিছু কমেন্টে ভিডিওটির সত্যতা জানতে চাওয়া হয়েছে। আবার সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে। ইমরান খান (Imran Khan) নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যদি হয় এই অবস্থা, তাহলে বুঝা যায় মানুষ কত অসহায়। আল্লাহ কি না পারে দেখেন এইবার।’
ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল–জাজিরার ইংরেজি বিভাগের ইউটিউব চ্যানেলে একই ভিডিওপাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, সেসময় চিলির তালকা শহরের একটি হাইওয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও এটি। এই দুর্ঘটনায় পাইলট নিহত এবং চারজন আহত হন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমডেইলি মেইলের একটি প্রতিবেদনেও একই তথ্যসম্বলিত ভিডিও পাওয়া যায়।
ওই সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
আল–জাজিরা ও ডেইলি মেইলের ভিডিওতে দেখতে পাওয়া উড়োজাহাজ এবং এর আশপাশের উপাদানগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
সুতরাং, বাংলাদেশে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, চিলির তালকা শহরের একটি হাইওয়েতে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ভিডিও লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।
ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যা। কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদেরও ব্রণ হতে পারে। এটি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করে। ব্রণ নিয়ে সমাজে একটি সাধারণ প্রচলিত আছে—এগুলো প্রায়শই সঠিক চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়। চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের..
৯ ঘণ্টা আগেইরান-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান তাদের সীমান্তের ফটক খুলে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ দিন আগেইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২ দিন আগেভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই ফ্লাইট ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল।আজ বেলা ১টা ১৭ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্য
৫ দিন আগে