ফ্যাক্টচেক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।

ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫