Ajker Patrika

রাবি ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
রাবি ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় রুবায়েত বাঁধন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

বাঁধনের বাড়ি নগরীর মেহেরচণ্ডি এলাকায়। গত রোববার সন্ধ্যায় মেহেরচণ্ডি এলাকা থেকে নগরীর মতিহার থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাবির এক ছাত্রীর কাছ থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেলে চেপে আসা দুই যুবক তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ জোর করে ছিনিয়ে নেন। এ সময় ওই ছাত্রী রিকশা থেকে পড়ে গিয়ে আঘাত পান। তাঁর ব্যাগে স্টুডেন্ট আইডি কার্ড, ব্যাংকের কার্ড, মোবাইল ফোন ও টাকা ছিল। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষে পড়েন। তাঁর করা অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপরই অভিযান চালিয়ে বাঁধনকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার বাঁধনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আনোয়ার আলী তুহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত