
নজরুলসংগীতকে মানুষের মাঝে পৌঁছে দিতে আজীবন সাধনা করে গেছেন ফিরোজা বেগম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হলো ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। করোনার কারণে দুই বছর অনুষ্ঠিত হয়নি অনুষ্ঠান। ২০২০ সালের জন্য ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত হন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য পুরস্কৃত হন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান শিল্পীদের হাতে স্বর্ণপদক ও এক লাখ টাকার চেক তুলে দেন।
সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান—দুই সতীর্থ। একই বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের শিক্ষার্থী। পঞ্চাশের দশকে একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাঁরা। সৈয়দ আব্দুল হাদী বাংলায়, ফেরদৌসী রহমান সমাজবিজ্ঞানে। এরপর একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মঞ্চে অনেক অনুষ্ঠানে গান গেয়েছেন তাঁরা। এবার এক মঞ্চে সম্মাননা পেলেন এই দুই শিল্পী।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘জীবনের এই পর্যায়ে আনন্দের উৎসগুলো সংকুচিত হয়ে আসে। পদক নিয়েছি এটা অবশ্যই আনন্দের। তবে সবচেয়ে বড় আনন্দ এই পদক গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো গুণী শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রে ফিরোজা আপার সঙ্গে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।’
ফেরদৌসী রহমান বলেন, ‘ফিরোজা আপার সঙ্গে আমার সম্পর্ক ছিল বোনের মতো, আবার বন্ধুত্বও বলা যেতে পারে। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডে একসঙ্গে ছিলাম আমরা। ফিরোজা আপা বুঝিয়ে দিয়ে গেছেন সাধনার ফল কী হতে পারে। সারা বাংলাদেশই নয়, সারা ভারতও তাঁকে নজরুলসংগীতের শিল্পী হিসেবে পরম শ্রদ্ধা করেন।’
শিল্পী ফিরোজা বেগম ও তাঁর সংগীতকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে প্রতিবছর দেশের একজন বরেণ্য সংগীতশিল্পীকে স্বর্ণপদক প্রদান করছে। এর আগে এ পদক পেয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন প্রমুখ।

নজরুলসংগীতকে মানুষের মাঝে পৌঁছে দিতে আজীবন সাধনা করে গেছেন ফিরোজা বেগম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হলো ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। করোনার কারণে দুই বছর অনুষ্ঠিত হয়নি অনুষ্ঠান। ২০২০ সালের জন্য ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত হন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য পুরস্কৃত হন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান শিল্পীদের হাতে স্বর্ণপদক ও এক লাখ টাকার চেক তুলে দেন।
সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান—দুই সতীর্থ। একই বিশ্ববিদ্যালয়ের একই ব্যাচের শিক্ষার্থী। পঞ্চাশের দশকে একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাঁরা। সৈয়দ আব্দুল হাদী বাংলায়, ফেরদৌসী রহমান সমাজবিজ্ঞানে। এরপর একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মঞ্চে অনেক অনুষ্ঠানে গান গেয়েছেন তাঁরা। এবার এক মঞ্চে সম্মাননা পেলেন এই দুই শিল্পী।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘জীবনের এই পর্যায়ে আনন্দের উৎসগুলো সংকুচিত হয়ে আসে। পদক নিয়েছি এটা অবশ্যই আনন্দের। তবে সবচেয়ে বড় আনন্দ এই পদক গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো গুণী শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রে ফিরোজা আপার সঙ্গে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।’
ফেরদৌসী রহমান বলেন, ‘ফিরোজা আপার সঙ্গে আমার সম্পর্ক ছিল বোনের মতো, আবার বন্ধুত্বও বলা যেতে পারে। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডে একসঙ্গে ছিলাম আমরা। ফিরোজা আপা বুঝিয়ে দিয়ে গেছেন সাধনার ফল কী হতে পারে। সারা বাংলাদেশই নয়, সারা ভারতও তাঁকে নজরুলসংগীতের শিল্পী হিসেবে পরম শ্রদ্ধা করেন।’
শিল্পী ফিরোজা বেগম ও তাঁর সংগীতকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে প্রতিবছর দেশের একজন বরেণ্য সংগীতশিল্পীকে স্বর্ণপদক প্রদান করছে। এর আগে এ পদক পেয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫