
পাকিস্তানি গায়ক হলেও আতিফ আসলাম ভারতে ব্যাপক জনপ্রিয়। বলিউডের সিনেমায় তাঁর কণ্ঠে অনেক গান সুপারহিট হয়েছে। ২০১৬ সালের উরি হামলার পর ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানি শিল্পীদের। এরপর বলিউডে আতিফ আসলামের আর কোনো গান পাওয়া যায়নি। দীর্ঘ ৭ বছর পর আবারও তিনি বলিউডে ফিরছেন। টাইমস অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, অমিত কেশরিয়া পরিচালিত ‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ।
সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অধ্যয়ন সুমন ও দিভিতা রায়কে। সিনেমাটির প্রযোজক-পরিবেশক হরেশ সাঙ্গানি ও ধর্মেশ সাঙ্গানি এক বিবৃতিতে জানিয়েছেন, এটা খুবই আনন্দের খবর যে আতিফ আসলাম ৭-৮ বছর পর বলিউডে ফিরছেন। আমাদের সিনেমা দিয়েই তাঁর এ প্রত্যাবর্তন হচ্ছে। লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমার প্রথম গানটি গাইলেন তিনি। এ খবর জানার পর থেকে আতিফের ভক্তরা যে ভীষণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না। তাঁরা জানিয়েছেন, লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমায় যে গানে আতিফ আসলাম কণ্ঠ দিয়েছেন, সেটি একটি রোমান্টিক গান। প্রযোজকদের আশা, আতিফের এই নতুন গান এ বছর বলিউডের অন্যতম হিট গান হবে।
পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া আতিফ ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘বল’ নামের একটি সিনেমায় অভিনয়ও করেছেন আতিফ। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ হিন্দি সিনেমায় প্রায় ৮০টি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম।

পাকিস্তানি গায়ক হলেও আতিফ আসলাম ভারতে ব্যাপক জনপ্রিয়। বলিউডের সিনেমায় তাঁর কণ্ঠে অনেক গান সুপারহিট হয়েছে। ২০১৬ সালের উরি হামলার পর ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানি শিল্পীদের। এরপর বলিউডে আতিফ আসলামের আর কোনো গান পাওয়া যায়নি। দীর্ঘ ৭ বছর পর আবারও তিনি বলিউডে ফিরছেন। টাইমস অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, অমিত কেশরিয়া পরিচালিত ‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ।
সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অধ্যয়ন সুমন ও দিভিতা রায়কে। সিনেমাটির প্রযোজক-পরিবেশক হরেশ সাঙ্গানি ও ধর্মেশ সাঙ্গানি এক বিবৃতিতে জানিয়েছেন, এটা খুবই আনন্দের খবর যে আতিফ আসলাম ৭-৮ বছর পর বলিউডে ফিরছেন। আমাদের সিনেমা দিয়েই তাঁর এ প্রত্যাবর্তন হচ্ছে। লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমার প্রথম গানটি গাইলেন তিনি। এ খবর জানার পর থেকে আতিফের ভক্তরা যে ভীষণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না। তাঁরা জানিয়েছেন, লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমায় যে গানে আতিফ আসলাম কণ্ঠ দিয়েছেন, সেটি একটি রোমান্টিক গান। প্রযোজকদের আশা, আতিফের এই নতুন গান এ বছর বলিউডের অন্যতম হিট গান হবে।
পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া আতিফ ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘বল’ নামের একটি সিনেমায় অভিনয়ও করেছেন আতিফ। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ হিন্দি সিনেমায় প্রায় ৮০টি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫