মুনীরুল ইসলাম

আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসের নাম তাওহিদ। যখনই তাওহিদের সীমা লঙ্ঘন করা হয়, তখনই শিরক বা অংশীবাদ সৃষ্টি হয়। হজরত আদম (আ.) থেকে হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সকল নবী-রাসুলের আগমনের লক্ষ্যই ছিল দুনিয়ার বুকে তাওহিদ প্রতিষ্ঠা করা। তাওহিদ মানে—অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল রাখা যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের একচ্ছত্র মালিক, প্রতিপালনকারী, সৃষ্টিকর্তা এবং রক্ষণাবেক্ষণকারী। জীবন ও ধন-সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা।
তিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমাদের ব্যবহারের জন্য দান করেছেন এবং তিনিই দুনিয়াটা পরিচালনা করছেন।’ আল্লাহ তাআলা বলেন, ‘যিনি (আল্লাহ) অনন্ত করুণাময় পরম দয়ালু। যিনি বিচার দিনের মালিক।’ (সুরা ফাতিহা: ৩-৪)
একজন তাওহিদে বিশ্বাসী মানুষের চব্বিশ ঘণ্টার কাজই হবে ইবাদত। আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষ একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত: ৫৬) ইসলামে ইবাদত শব্দটির অর্থ ব্যাপক। ইবাদত বলতে বোঝায় উপাসনা ও দাসত্ব করা। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ, তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এতে আশা করা যায়, তোমরা আল্লাহওয়ালা হতে পারবে।’ (সুরা বাকারা: ২১) আল্লাহ আরও বলেন, ‘আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। তাঁর কোনো অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল।’ (সুরা আনআম: ১৬২-১৬৩)
শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে।’ (মুসলিম)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসের নাম তাওহিদ। যখনই তাওহিদের সীমা লঙ্ঘন করা হয়, তখনই শিরক বা অংশীবাদ সৃষ্টি হয়। হজরত আদম (আ.) থেকে হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সকল নবী-রাসুলের আগমনের লক্ষ্যই ছিল দুনিয়ার বুকে তাওহিদ প্রতিষ্ঠা করা। তাওহিদ মানে—অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল রাখা যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের একচ্ছত্র মালিক, প্রতিপালনকারী, সৃষ্টিকর্তা এবং রক্ষণাবেক্ষণকারী। জীবন ও ধন-সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা।
তিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমাদের ব্যবহারের জন্য দান করেছেন এবং তিনিই দুনিয়াটা পরিচালনা করছেন।’ আল্লাহ তাআলা বলেন, ‘যিনি (আল্লাহ) অনন্ত করুণাময় পরম দয়ালু। যিনি বিচার দিনের মালিক।’ (সুরা ফাতিহা: ৩-৪)
একজন তাওহিদে বিশ্বাসী মানুষের চব্বিশ ঘণ্টার কাজই হবে ইবাদত। আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষ একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত: ৫৬) ইসলামে ইবাদত শব্দটির অর্থ ব্যাপক। ইবাদত বলতে বোঝায় উপাসনা ও দাসত্ব করা। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ, তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এতে আশা করা যায়, তোমরা আল্লাহওয়ালা হতে পারবে।’ (সুরা বাকারা: ২১) আল্লাহ আরও বলেন, ‘আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। তাঁর কোনো অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল।’ (সুরা আনআম: ১৬২-১৬৩)
শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে।’ (মুসলিম)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫