নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা বলেন, পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাওয়ার পরও নারী নির্যাতন কমছে না, বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে নাগরিক সংগঠন জন উদ্যোগ, খুলনার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনা হেনা।
সভায় নারীনেত্রীরা জানান, বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা বেহাল। ফলে স্কুলগুলোতে আসা অধিকাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। জেলায় বাল্যবিবাহের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বেড়েছে।
বক্তারা আরও বলেন, মা, বোন, অর্ধাঙ্গিনী ছাড়াও অনেক পরিচয় বহনকারী এ মানুষগুলো আমাদের সমাজের নানা ক্ষেত্রে নিপীড়িত ও অবহেলিত। সমাজে নারীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হতে হচ্ছে। প্রাচীন আমলের বিভিন্ন সামাজিক প্রথা, কুসংস্কার এমনকি লোকলজ্জার ভয় কাটিয়ে নারী এখন পুরুষের পাশাপাশি পথ চলতে শুরু করেছে। কিন্তু এ সময়ে এসেও পথেঘাটে, বাসে-ট্রেনে এমনকি বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলেও নারীরা ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জন উদ্যোগ, খুলনার নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হিরা, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, কারিশমা চৌধুরী, লতা রানি, মুক্তা জামান, মোস্তাফিজুর রহমান, ফারহানা রহমান, জয় বৈদ্য, সুমাইয়া আক্তার রুশা প্রমুখ।

খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা বলেন, পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাওয়ার পরও নারী নির্যাতন কমছে না, বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে নাগরিক সংগঠন জন উদ্যোগ, খুলনার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনা হেনা।
সভায় নারীনেত্রীরা জানান, বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা বেহাল। ফলে স্কুলগুলোতে আসা অধিকাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। জেলায় বাল্যবিবাহের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বেড়েছে।
বক্তারা আরও বলেন, মা, বোন, অর্ধাঙ্গিনী ছাড়াও অনেক পরিচয় বহনকারী এ মানুষগুলো আমাদের সমাজের নানা ক্ষেত্রে নিপীড়িত ও অবহেলিত। সমাজে নারীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হতে হচ্ছে। প্রাচীন আমলের বিভিন্ন সামাজিক প্রথা, কুসংস্কার এমনকি লোকলজ্জার ভয় কাটিয়ে নারী এখন পুরুষের পাশাপাশি পথ চলতে শুরু করেছে। কিন্তু এ সময়ে এসেও পথেঘাটে, বাসে-ট্রেনে এমনকি বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলেও নারীরা ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জন উদ্যোগ, খুলনার নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হিরা, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, কারিশমা চৌধুরী, লতা রানি, মুক্তা জামান, মোস্তাফিজুর রহমান, ফারহানা রহমান, জয় বৈদ্য, সুমাইয়া আক্তার রুশা প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫