ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলা, লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে সহিংসতা, ও তরুণীর পেটে কাঁচি রেখে সেলাইয়ের মতো ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে বছর। এসব ঘটনার মধ্যে তরুণীর পেটে কাঁচি রেখেই সেলাই ও এর তদন্ত প্রতিবেদন ছিল আলোচনার শীর্ষে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা খাতুন (১৮) নামে এক তরুণীর পেটে অস্ত্রোপচারের সময় কাঁচি রেখেই সেলাই করেন চিকিৎসকেরা। পরে সেলাইয়ের প্রায় দুই বছর পর চিকিৎসকের রেখে দেওয়া কাঁচিটি অস্ত্রোপচার করে বের করা হয়। গত ১১ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অস্ত্রোপচার। এতে নেতৃত্ব দেন হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা।
এ ঘটনায় গত ১২ ডিসেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২০ ডিসেম্বর হাসপাতালের পরিচালক সাইফুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান তখন জানান, এ ঘটনার জন্য কে দায়ী তা সুনির্দিষ্টভাবে ওই প্রতিবেদনে চিহ্নিত করা হয়নি। কিংবা কারও বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়নি।
পরিচালক আরও জানান, বিদেশি কয়েকটি নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে অস্ত্রোপচারের সময় অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
ওই তদন্ত কমিটির সভাপতি ছিলেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান। গাইনি বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা ও সার্জারি বিভাগের মো. কামরুজ্জামান ছিলেন সদস্য।
অস্ত্রোপচার করে কাঁচি বের করা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা বলেন, বিষয়টি বেশ জটিল ছিল। কাঁচিটি প্রায় দুই বছর ধরে পেটের ভেতরে থাকায় অপারেশন করারও ঝুঁকি ছিল। এরপরও প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে কাঁচিটি বের করতে সক্ষম হন। কাঁচিটি দীর্ঘদিন ধরে থাকার কারণে মনিরা খাতুনের পেটের নাড়ির কিছু অংশে পচন ধরেছে। পচনগুলো কেটে ফেলতে হয়েছে। এমনও হতে পারে তাঁর কৃত্রিম নাড়ি লাগানো লাগতে পারে। মনিরা খাতুনের সুস্থ হতে বেশ সময় লাগবে।
তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনা হলে একটি তদন্ত কমিটি গঠন করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এ তদন্ত কমিটি কাউকে অভিযুক্ত না করেই প্রতিবেদন দাখিল করে। কাউকে অভিযুক্ত না করেই প্রতিবেদন দেওয়ার ঘটনা নিয়েও সারা দেশে আলোচনা-সমালোচনা হয়।
ভুক্তভোগী মনিরা খাতুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রামের বাসিন্দা খাইরুল মিয়ার মেয়ে। ২০২০ সালের ৩ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পেটে টিউমার নিয়ে তিনি ভর্তি হন। সাত দিন পর তাঁর অপারেশন করা হয়। এ সময় মনিরার পেটে কাঁচি রেখেই সেলাই করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

ফরিদপুরে দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলা, লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে সহিংসতা, ও তরুণীর পেটে কাঁচি রেখে সেলাইয়ের মতো ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে বছর। এসব ঘটনার মধ্যে তরুণীর পেটে কাঁচি রেখেই সেলাই ও এর তদন্ত প্রতিবেদন ছিল আলোচনার শীর্ষে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা খাতুন (১৮) নামে এক তরুণীর পেটে অস্ত্রোপচারের সময় কাঁচি রেখেই সেলাই করেন চিকিৎসকেরা। পরে সেলাইয়ের প্রায় দুই বছর পর চিকিৎসকের রেখে দেওয়া কাঁচিটি অস্ত্রোপচার করে বের করা হয়। গত ১১ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অস্ত্রোপচার। এতে নেতৃত্ব দেন হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা।
এ ঘটনায় গত ১২ ডিসেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২০ ডিসেম্বর হাসপাতালের পরিচালক সাইফুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান তখন জানান, এ ঘটনার জন্য কে দায়ী তা সুনির্দিষ্টভাবে ওই প্রতিবেদনে চিহ্নিত করা হয়নি। কিংবা কারও বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়নি।
পরিচালক আরও জানান, বিদেশি কয়েকটি নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে অস্ত্রোপচারের সময় অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
ওই তদন্ত কমিটির সভাপতি ছিলেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান। গাইনি বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা ও সার্জারি বিভাগের মো. কামরুজ্জামান ছিলেন সদস্য।
অস্ত্রোপচার করে কাঁচি বের করা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা বলেন, বিষয়টি বেশ জটিল ছিল। কাঁচিটি প্রায় দুই বছর ধরে পেটের ভেতরে থাকায় অপারেশন করারও ঝুঁকি ছিল। এরপরও প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে কাঁচিটি বের করতে সক্ষম হন। কাঁচিটি দীর্ঘদিন ধরে থাকার কারণে মনিরা খাতুনের পেটের নাড়ির কিছু অংশে পচন ধরেছে। পচনগুলো কেটে ফেলতে হয়েছে। এমনও হতে পারে তাঁর কৃত্রিম নাড়ি লাগানো লাগতে পারে। মনিরা খাতুনের সুস্থ হতে বেশ সময় লাগবে।
তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনা হলে একটি তদন্ত কমিটি গঠন করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এ তদন্ত কমিটি কাউকে অভিযুক্ত না করেই প্রতিবেদন দাখিল করে। কাউকে অভিযুক্ত না করেই প্রতিবেদন দেওয়ার ঘটনা নিয়েও সারা দেশে আলোচনা-সমালোচনা হয়।
ভুক্তভোগী মনিরা খাতুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রামের বাসিন্দা খাইরুল মিয়ার মেয়ে। ২০২০ সালের ৩ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পেটে টিউমার নিয়ে তিনি ভর্তি হন। সাত দিন পর তাঁর অপারেশন করা হয়। এ সময় মনিরার পেটে কাঁচি রেখেই সেলাই করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫