Ajker Patrika

‘হাউসে হাউসে মুই ভোট গিনা দিনু’

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
‘হাউসে হাউসে মুই ভোট গিনা দিনু’

‘ভোট সেন্টারোত ডাঙ্গাডাঙ্গি নাগে। কাহো ফির আগোতে ভোট মারি দেয়। তোমরায় কনছিনা বাহে, হামার এইলা ঠেলাঠেলি কইরবার বয়স আছে। ওইলা ভয়োতে মুই ভোট দেবার যাওনা। এবেলা কোনো ঠেলাঠেলি নাই, নাইন ধইরছে সোগায়। পুলিশ গিলা আর আনসারের মাইয়াটা মোক নিগিয়া ভোট দেওয়াইল। হাউসে হাউসে মুই ভোট গিনা দিনু।’

কথাগুলো বলেন ৯৮ বছরের বৃদ্ধা কান্দুরী বিবি। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার। ওই বৃদ্ধা বেলা ২টায় ব্যাটারিচালিত ভ্যানে করে মেয়েকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খানের সহযোগিতায় কেন্দ্রে ভোটারদের আসা-যাওয়া ব্যবস্থাপনা ভালো হওয়ায় ভোটারদের বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। অসুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছি। এ ছাড়া কেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে কোন জনসমাগম করতে দেওয়া হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, চতুর্থ ধাপে সৈয়দপুর ও ডিমলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানান, নির্বাচনে দুটি উপজেলায় প্রার্থীদের লড়াই থাকায় ভোটারদের উপস্থিতি বেড়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। উল্লেখ্য, সৈয়দপুরে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ৬২ জন ও সাধারণ ১৮৩ জন প্রতিদ্বন্দ্বী করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত