নীলফামারী প্রতিনিধি

তিস্তার বুকে জেগে ওঠা বালুচর এখন ঢাকা পড়েছে সবুজের চাদরে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চরাঞ্চলের কৃষকেরা ফসলের মাঠে দিনভর পরিশ্রম করছেন। তবে ব্যাংক থেকে সুদবিহীন শস্য ঋণ না পাওয়ায় কৃষকেরা দ্বারস্থ হয়েছে দাদন ব্যবসায়ীদের কাছে।
সবকিছু ঠিক থাকলে নীলফামারীর ডিমলা আর জলঢাকা উপজেলায় জেগে ওঠা তিস্তা নদীর ২৩টি চরে উৎপাদিত হবে কমপক্ষে ৩০ কোটি টাকার ফসল।
সরেজমিন দেখা গেছে, তিস্তায় এখন তেমন একটা পানিপ্রবাহ নেই। শীতের শুরুতেই জেগে উঠেছে চরগুলো। এসব চরে ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, তরমুজসহ ১০ ধরনের ফসল চাষ করছেন কৃষকেরা। সেই ফসল ঘিরে আগামীর স্বপ্ন বুনছেন নদীপাড়ের মানুষ।
উপজেলা কৃষি অফিস সূত্রমতে, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নে রয়েছে তিস্তার ২৩টি চর। এসব চরের ৩ হাজার ২৭৩ হেক্টর জমিতে আবাদ ফসল হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিমলায় ২ হাজার ৯৪৫ হেক্টর ও জলঢাকায় ৩২৮ হেক্টর চর জমি।
গেল বন্যায় কাটা ধানসহ সহায় সম্বল হারানো মানুষগুলো ঘুরে দাঁড়াতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তবে ডিজেল ও সারের দাম বেশি এবং দাদন ব্যবসায়ীদের সুদ পরিশোধের পরে কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাঁদের। এদিকে উর্বর চরে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ফসল ফলাতে সরকারি প্রণোদনার পাশাপাশি সুদবিহীন শস্য ঋণের দাবি তাদের।
ঝুনাগাছ চাপানী চরের রবিউল ইসলাম বলেন, ‘গত আমন মৌসুমে হঠাৎ বন্যার কারণে ধান ঘরে তুলতে পারি নাই। জমিতে কেটে রাখা ধান বন্যার পানিতে ভেসে গেছে। যেসব পাকা ধান কাটার অপেক্ষায় ছিল সেগুলো বন্যার পানিতে ডুবে নষ্ট হয়েছে। এবার ৭৫ শতক জমিতে ভুট্টার চাষ করেছি।’
বাইশপুকুর চরের মুসা হক বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছ থাকি সুদের টাকা নিয়ে সরিষা ও তরমুজের আবাদ করছি। ফসল উঠলে বিক্রি করি আগে সুদসহ টাকা দিতে হবে। তাই সরকারের কাছে তেল ও সারের দাম কমানোর দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের বর্ষায় দুইটি বাঁধ ভেঙে ৮২৬ হেক্টর জমিতে পানি প্রবেশ করে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে জন্য তাঁদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’

তিস্তার বুকে জেগে ওঠা বালুচর এখন ঢাকা পড়েছে সবুজের চাদরে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চরাঞ্চলের কৃষকেরা ফসলের মাঠে দিনভর পরিশ্রম করছেন। তবে ব্যাংক থেকে সুদবিহীন শস্য ঋণ না পাওয়ায় কৃষকেরা দ্বারস্থ হয়েছে দাদন ব্যবসায়ীদের কাছে।
সবকিছু ঠিক থাকলে নীলফামারীর ডিমলা আর জলঢাকা উপজেলায় জেগে ওঠা তিস্তা নদীর ২৩টি চরে উৎপাদিত হবে কমপক্ষে ৩০ কোটি টাকার ফসল।
সরেজমিন দেখা গেছে, তিস্তায় এখন তেমন একটা পানিপ্রবাহ নেই। শীতের শুরুতেই জেগে উঠেছে চরগুলো। এসব চরে ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, তরমুজসহ ১০ ধরনের ফসল চাষ করছেন কৃষকেরা। সেই ফসল ঘিরে আগামীর স্বপ্ন বুনছেন নদীপাড়ের মানুষ।
উপজেলা কৃষি অফিস সূত্রমতে, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নে রয়েছে তিস্তার ২৩টি চর। এসব চরের ৩ হাজার ২৭৩ হেক্টর জমিতে আবাদ ফসল হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিমলায় ২ হাজার ৯৪৫ হেক্টর ও জলঢাকায় ৩২৮ হেক্টর চর জমি।
গেল বন্যায় কাটা ধানসহ সহায় সম্বল হারানো মানুষগুলো ঘুরে দাঁড়াতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তবে ডিজেল ও সারের দাম বেশি এবং দাদন ব্যবসায়ীদের সুদ পরিশোধের পরে কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাঁদের। এদিকে উর্বর চরে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ফসল ফলাতে সরকারি প্রণোদনার পাশাপাশি সুদবিহীন শস্য ঋণের দাবি তাদের।
ঝুনাগাছ চাপানী চরের রবিউল ইসলাম বলেন, ‘গত আমন মৌসুমে হঠাৎ বন্যার কারণে ধান ঘরে তুলতে পারি নাই। জমিতে কেটে রাখা ধান বন্যার পানিতে ভেসে গেছে। যেসব পাকা ধান কাটার অপেক্ষায় ছিল সেগুলো বন্যার পানিতে ডুবে নষ্ট হয়েছে। এবার ৭৫ শতক জমিতে ভুট্টার চাষ করেছি।’
বাইশপুকুর চরের মুসা হক বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছ থাকি সুদের টাকা নিয়ে সরিষা ও তরমুজের আবাদ করছি। ফসল উঠলে বিক্রি করি আগে সুদসহ টাকা দিতে হবে। তাই সরকারের কাছে তেল ও সারের দাম কমানোর দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের বর্ষায় দুইটি বাঁধ ভেঙে ৮২৬ হেক্টর জমিতে পানি প্রবেশ করে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার চাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে জন্য তাঁদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫