নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও অনেকটা কমে এসেছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমে আসার পাশাপাশি কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারও। কিছুদিন আগেও একটি আইসিইউ শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তবে সংক্রমণ কমে আসায় সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর অধিকাংশ আইসিইউ শয্যাই খালি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনার সংক্রমণ রোধে এবং এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে সরকারি ১৭টি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ২৯টি হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়। বেসরকারি ২৯টি হাসপাতালে মোট আইসিইউ শয্যা রয়েছে ৪৭৭টি। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৪০৯টি। অর্থাৎ শতকরা ৮৫ দশমিক ৭৪ শতাংশ আইসিইউ শয্যাই এখন খালি। এসব হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে মোট ১ হাজার ৬৫০টি। এর মধ্যে গতকাল বুধবার পর্যন্ত ফাঁকা ছিল ১ হাজার ৩১০টি। অর্থাৎ শতকরা ৭৯ দশমিক ৩৯ শতাংশ শয্যাই ফাঁকা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি ১৭টি হাসপাতালে চলতি মাসের শুরুতে সাধারণ শয্যা ছিল ৪ হাজার ২৭২টি। গতকাল তা কমে হয়েছে ৩ হাজার ৮৯০টি। এসব শয্যার মধ্যে খালি রয়েছে ২ হাজার ৭৮৩টি বা শতকরা ৭১ দশমিক ৫৪ শতাংশ। আর সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ৩৮২টি। গতকাল পর্যন্ত খালি ছিল ১৭৬টি। শতকরা খালি রয়েছে ৪৬ দশমিক শূন্য ৭ শতাংশ।
তবে গত দুই দিনের তুলনায় ঢাকায় রোগী শনাক্তের হার এবং মৃত্যু কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ১১ জন। এর আগে গত সোমবার মৃত্যু হয়েছিল ৮ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন। শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। আগের দিন রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে ঢাকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৬১৬ জনের এবং রোগী শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৩৪ হাজার ৫১৪ জন।

সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও অনেকটা কমে এসেছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমে আসার পাশাপাশি কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারও। কিছুদিন আগেও একটি আইসিইউ শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তবে সংক্রমণ কমে আসায় সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর অধিকাংশ আইসিইউ শয্যাই খালি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনার সংক্রমণ রোধে এবং এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে সরকারি ১৭টি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ২৯টি হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়। বেসরকারি ২৯টি হাসপাতালে মোট আইসিইউ শয্যা রয়েছে ৪৭৭টি। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৪০৯টি। অর্থাৎ শতকরা ৮৫ দশমিক ৭৪ শতাংশ আইসিইউ শয্যাই এখন খালি। এসব হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে মোট ১ হাজার ৬৫০টি। এর মধ্যে গতকাল বুধবার পর্যন্ত ফাঁকা ছিল ১ হাজার ৩১০টি। অর্থাৎ শতকরা ৭৯ দশমিক ৩৯ শতাংশ শয্যাই ফাঁকা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি ১৭টি হাসপাতালে চলতি মাসের শুরুতে সাধারণ শয্যা ছিল ৪ হাজার ২৭২টি। গতকাল তা কমে হয়েছে ৩ হাজার ৮৯০টি। এসব শয্যার মধ্যে খালি রয়েছে ২ হাজার ৭৮৩টি বা শতকরা ৭১ দশমিক ৫৪ শতাংশ। আর সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ৩৮২টি। গতকাল পর্যন্ত খালি ছিল ১৭৬টি। শতকরা খালি রয়েছে ৪৬ দশমিক শূন্য ৭ শতাংশ।
তবে গত দুই দিনের তুলনায় ঢাকায় রোগী শনাক্তের হার এবং মৃত্যু কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ১১ জন। এর আগে গত সোমবার মৃত্যু হয়েছিল ৮ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন। শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। আগের দিন রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে ঢাকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৬১৬ জনের এবং রোগী শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৩৪ হাজার ৫১৪ জন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫