সাইরুল ইসলাম, ঢাকা

বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।

বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫