মুফতি মুহাম্মাদ শোয়াইব

অতীত জীবনে কাজা হয়ে যাওয়া নামাজ আদায়ের প্রয়াসকে উমরি কাজা বলা হয়। উমরি কাজা আদায় করা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি লক্ষ করা যায়। অনেকে উমরি কাজার পরিবর্তে নফল আদায়ের পরামর্শ দেন। তবে এ বিষয়ে সঠিক কথা হলো, উমরি কাজা কোরআন, হাদিস, সাহাবিদের আমল এবং আলেমদের ইজমা থেকে প্রমাণিত। তা আদায় করা আবশ্যক।
শরিয়তের মূলনীতি হলো, কোনো নামাজ একবার ওয়াজিব হওয়ার পরে চাই সেটি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হোক অথবা ভুলে অথবা ঘুমের কারণে, নামাজের পরিমাণ কম হোক বা বেশি, সে নামাজ পুনরায় কাজা করতে হবে। (বাহরুর রায়িক: ২ / ১৪১)
হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো, যখন নামাজের কথা স্মরণ হবে, তখন তা আদায় করা।’ (বুখারি: ৫৯৭৬) ওই হাদিসে ‘নাসিয়া’ শব্দ ব্যবহৃত হয়েছে। আরবি ভাষায় শব্দটি ‘ভুলে যাওয়া’ অর্থে যেমন ব্যবহৃত হয়, তেমনি কোনো কাজ অবহেলা করে ছেড়ে দেওয়া অর্থেও ব্যবহৃত হয়। (আল-ইসতিযকার: ১ / ৩০০) অতএব কাজা আদায়ের বিধান শুধু ঘুম ও বিস্মৃতি এই দুই অবস্থায় সীমাবদ্ধ করা যাবে না; বরং অবহেলা করে ছেড়ে দিলেও কাজা জরুরি।
অন্য বর্ণনায় এসেছে, ‘যখন তোমাদের কেউ নামাজের সময় ঘুমিয়ে থাকে বা নামাজ থেকে গাফেল থাকে, তাহলে যখন তার বোধোদয় হবে, তখন সে যেন তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাকে স্মরণ হলে নামাজ আদায় করো।’ (মুসলিম: ৬৮৪ ও ৩১৬) এই হাদিসের দ্বিতীয় শব্দ ‘গাফেল থাকে’ লক্ষণীয়। এর অর্থ হচ্ছে অবহেলাবশত নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং অতীত জীবনে অবহেলাবশত ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে হবে। এটিই উমরি কাজা।
চার মাজহাবের চার ইমামসহ প্রায় সব মুজতাহিদ এ বিষয়ে একমত যে ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে পরে হলেও তা আদায় করতে হবে। ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া কিংবা ওজরবশত ছেড়ে দেওয়া উভয় ক্ষেত্রেই একই বিধান। (আল-ইসতিযকার: ১ / ৩০২)
মুফতি মুহাম্মাদ শোয়াইব, ইসলামবিষয়ক গবেষক

অতীত জীবনে কাজা হয়ে যাওয়া নামাজ আদায়ের প্রয়াসকে উমরি কাজা বলা হয়। উমরি কাজা আদায় করা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি লক্ষ করা যায়। অনেকে উমরি কাজার পরিবর্তে নফল আদায়ের পরামর্শ দেন। তবে এ বিষয়ে সঠিক কথা হলো, উমরি কাজা কোরআন, হাদিস, সাহাবিদের আমল এবং আলেমদের ইজমা থেকে প্রমাণিত। তা আদায় করা আবশ্যক।
শরিয়তের মূলনীতি হলো, কোনো নামাজ একবার ওয়াজিব হওয়ার পরে চাই সেটি ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হোক অথবা ভুলে অথবা ঘুমের কারণে, নামাজের পরিমাণ কম হোক বা বেশি, সে নামাজ পুনরায় কাজা করতে হবে। (বাহরুর রায়িক: ২ / ১৪১)
হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় কিংবা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তার কাফফারা হলো, যখন নামাজের কথা স্মরণ হবে, তখন তা আদায় করা।’ (বুখারি: ৫৯৭৬) ওই হাদিসে ‘নাসিয়া’ শব্দ ব্যবহৃত হয়েছে। আরবি ভাষায় শব্দটি ‘ভুলে যাওয়া’ অর্থে যেমন ব্যবহৃত হয়, তেমনি কোনো কাজ অবহেলা করে ছেড়ে দেওয়া অর্থেও ব্যবহৃত হয়। (আল-ইসতিযকার: ১ / ৩০০) অতএব কাজা আদায়ের বিধান শুধু ঘুম ও বিস্মৃতি এই দুই অবস্থায় সীমাবদ্ধ করা যাবে না; বরং অবহেলা করে ছেড়ে দিলেও কাজা জরুরি।
অন্য বর্ণনায় এসেছে, ‘যখন তোমাদের কেউ নামাজের সময় ঘুমিয়ে থাকে বা নামাজ থেকে গাফেল থাকে, তাহলে যখন তার বোধোদয় হবে, তখন সে যেন তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাকে স্মরণ হলে নামাজ আদায় করো।’ (মুসলিম: ৬৮৪ ও ৩১৬) এই হাদিসের দ্বিতীয় শব্দ ‘গাফেল থাকে’ লক্ষণীয়। এর অর্থ হচ্ছে অবহেলাবশত নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং অতীত জীবনে অবহেলাবশত ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে হবে। এটিই উমরি কাজা।
চার মাজহাবের চার ইমামসহ প্রায় সব মুজতাহিদ এ বিষয়ে একমত যে ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে না পারলে পরে হলেও তা আদায় করতে হবে। ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া কিংবা ওজরবশত ছেড়ে দেওয়া উভয় ক্ষেত্রেই একই বিধান। (আল-ইসতিযকার: ১ / ৩০২)
মুফতি মুহাম্মাদ শোয়াইব, ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫