নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। এ কারণে দেশের জনগণ তাঁদের ক্ষমতাসীন আওয়ামী লীগের দালাল সম্বোধন করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। সেই তকমা এখন তাঁরা মুছতে চান।
জাতীয় সংসদে গতকাল শনিবার ‘মহাসড়ক বিল-২০২১’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মুজিবুল হক। এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনো ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন, তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?
পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক। তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন। আমার এলাকার যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যেটি করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছি না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব। আর কত বলব, বলেন?’
মুজিবুল হক আরও বলেন, ‘আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নাই।’
সড়কের নিরাপত্তার বিষয়ে জাপার মহাসচিব বলেন, ‘সড়কের নিরাপত্তা কী অবস্থায় আছে, সেটা গত কয়েক দিনের পত্রিকায় দেখেন। গত দুই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নাই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক ১০ হাজার টাকা দিয়ে অন্য লোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে ওঠায় দেয় ছাত্রের ওপরে। মানুষ মেরে ফেলে।’
মুজিবুল হক আরও বলেন, ‘আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মসিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী
লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। যেখানে কিছু বলব ভালো করে, কোন সময় জানি কী হয়। ভয়ও পাই, তবু বলতে হয়।’

জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। এ কারণে দেশের জনগণ তাঁদের ক্ষমতাসীন আওয়ামী লীগের দালাল সম্বোধন করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। সেই তকমা এখন তাঁরা মুছতে চান।
জাতীয় সংসদে গতকাল শনিবার ‘মহাসড়ক বিল-২০২১’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মুজিবুল হক। এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনো ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন, তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?
পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক। তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন। আমার এলাকার যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যেটি করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছি না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব। আর কত বলব, বলেন?’
মুজিবুল হক আরও বলেন, ‘আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নাই।’
সড়কের নিরাপত্তার বিষয়ে জাপার মহাসচিব বলেন, ‘সড়কের নিরাপত্তা কী অবস্থায় আছে, সেটা গত কয়েক দিনের পত্রিকায় দেখেন। গত দুই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নাই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক ১০ হাজার টাকা দিয়ে অন্য লোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে ওঠায় দেয় ছাত্রের ওপরে। মানুষ মেরে ফেলে।’
মুজিবুল হক আরও বলেন, ‘আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মসিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী
লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। যেখানে কিছু বলব ভালো করে, কোন সময় জানি কী হয়। ভয়ও পাই, তবু বলতে হয়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫