নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। ওই নারীকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আর চালকসহ গাড়িটি জব্দ করে পুলিশ। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বলে জানায়। পরে ফের জানায়, গাড়িটি উত্তরের নয়, বরং দক্ষিণের। গাড়িটিতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) স্টিকার লাগানো রয়েছে। তবে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষই ট্রাকটির দায় নিতে নারাজ।
এদিকে গতকাল দিবাগত রাত পর্যন্ত ওই ট্রাকমালিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাড়ির চালক ও সহকারী কেউ উত্তর সিটি করপোরেশনের নয়। প্রমাণ হিসেবে পুলিশের হাতে জব্দ গাড়িটির কিছু ছবি পাঠায় তারা।
মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে জব্দ গাড়িটিতে দেখা যায়, এটির সামনের গ্লাসে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত’ লেখা। সঙ্গে রয়েছে দক্ষিণ সিটির লোগো ও নিচে লেখা আদেশক্রমে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধা আরজু বেগম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তাঁর বড় মেয়ের জামাই জয়নাল হোসেন। তিনি বলেন, আমার শাশুড়ি কোমর, বুকের পাঁজর ও বাহুতে আঘাত পেয়েছিলেন।
গাড়িটির মালিকানা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসিও। তাঁদের দাবি, যশোর-ট-১২৩৬ নামের গাড়িটির মালিক দক্ষিণ সিটি করপোরেশন নয়। দক্ষিণ সিটির পরিবহন তথ্য ভান্ডারে এই গাড়ি ব্যবহারের কোনো তথ্য নেই। দুর্ঘটনাস্থলও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়।
এতে আরও বলা হয়, গাড়িটিতে অসৎ উদ্দেশ্যে স্টিকার লাগানো হয়েছে। স্টিকার থাকলেই সেটি কোনো সংস্থার গাড়ি হয়ে যায় না। কারণ অপরাধীরা নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা জানতে পেরেছি গাড়িটি উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন কারোরই নয়। বরং এটি ব্যক্তিমালিকানাধীন। তবে গাড়ির মালিকের নাম এখনো জানতে পারিনি।
পলিশ আরও জানায়, গাড়িটিতে ময়লা বহন বা এমন কাজে ব্যবহারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বলেন, মালিকানাধীন গাড়িতে যে ব্যক্তি সিটি করপোরেশনের স্টিকার লাগিয়েছেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। শনাক্তের চেষ্টা চলছে।
গত ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান কবির খান নামের এক গণমাধ্যমকর্মী।

মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। ওই নারীকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আর চালকসহ গাড়িটি জব্দ করে পুলিশ। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বলে জানায়। পরে ফের জানায়, গাড়িটি উত্তরের নয়, বরং দক্ষিণের। গাড়িটিতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) স্টিকার লাগানো রয়েছে। তবে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষই ট্রাকটির দায় নিতে নারাজ।
এদিকে গতকাল দিবাগত রাত পর্যন্ত ওই ট্রাকমালিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডিএনসিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাড়ির চালক ও সহকারী কেউ উত্তর সিটি করপোরেশনের নয়। প্রমাণ হিসেবে পুলিশের হাতে জব্দ গাড়িটির কিছু ছবি পাঠায় তারা।
মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে জব্দ গাড়িটিতে দেখা যায়, এটির সামনের গ্লাসে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত’ লেখা। সঙ্গে রয়েছে দক্ষিণ সিটির লোগো ও নিচে লেখা আদেশক্রমে-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এদিকে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধা আরজু বেগম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তাঁর বড় মেয়ের জামাই জয়নাল হোসেন। তিনি বলেন, আমার শাশুড়ি কোমর, বুকের পাঁজর ও বাহুতে আঘাত পেয়েছিলেন।
গাড়িটির মালিকানা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় ডিএসসিসিও। তাঁদের দাবি, যশোর-ট-১২৩৬ নামের গাড়িটির মালিক দক্ষিণ সিটি করপোরেশন নয়। দক্ষিণ সিটির পরিবহন তথ্য ভান্ডারে এই গাড়ি ব্যবহারের কোনো তথ্য নেই। দুর্ঘটনাস্থলও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নয়।
এতে আরও বলা হয়, গাড়িটিতে অসৎ উদ্দেশ্যে স্টিকার লাগানো হয়েছে। স্টিকার থাকলেই সেটি কোনো সংস্থার গাড়ি হয়ে যায় না। কারণ অপরাধীরা নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা জানতে পেরেছি গাড়িটি উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন কারোরই নয়। বরং এটি ব্যক্তিমালিকানাধীন। তবে গাড়ির মালিকের নাম এখনো জানতে পারিনি।
পলিশ আরও জানায়, গাড়িটিতে ময়লা বহন বা এমন কাজে ব্যবহারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বলেন, মালিকানাধীন গাড়িতে যে ব্যক্তি সিটি করপোরেশনের স্টিকার লাগিয়েছেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। শনাক্তের চেষ্টা চলছে।
গত ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মারা যান কবির খান নামের এক গণমাধ্যমকর্মী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫