খান রফিক, বরিশাল

সন্তানসম্ভবা এক গৃহবধূকে নিয়ে বরিশাল নগরের গোরস্থান রোড হয়ে কলেজ রোড পেরিয়ে বেসরকারি একটি হাসপাতালে যেতে ১০ মিনিটের পথ রিকশাচালকের লাগল ৩০ মিনিট। কেননা গোটা পথই ভাঙা, পানি জমে আছে এখানে-সেখানে। নগরের অধিকাংশ ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা এখন খানাখন্দে ভরা। সিটি করপোরেশন বড় কয়েকটি সড়ক ৫ বছরের গ্যারান্টিতে সংস্কারের কথা বললেও নগরের অধিকাংশ অভ্যন্তরীণ রাস্তার অবস্থা খারাপ। এতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
এদিকে নগরের অর্ধেকের বেশি রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এগুলো সংস্কারে মাসব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম সংগঠন বাসদ। বেহাল রাস্তা নিয়ে সাধারণের মধ্যেও বাড়ছে অসন্তোষ। তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক সাংবাদিকদের বলেন, নগরের সব সড়কই পর্যায়ক্রমে সংস্কারের প্রক্রিয়া চলছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তথ্যমতে, ৫৮ বর্গকিলোমিটার আয়তনের করপোরেশনে নগরের মোট ৫৯৩ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচ ঢালাই সড়ক ২৬৭ কিলোমিটার। সূত্র মতে, এর অর্ধেকেরও বেশি সংস্কার করতে হবে।
এসব জায়গায় গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙেচুরে যাওয়া রাস্তাগুলো হচ্ছে গোরস্থান রোড, কলেজ রোড, এম এ গফুর সড়ক, ফকিরবাড়ি সড়ক, জিয়ানগর সড়ক, দরগাবাড়ি সড়ক, ভাটিখানা সড়ক, সাগরদী ব্রাঞ্জ রোড, কাশিপুর কলোনি সড়ক, সার্কুলার রোড, কালুশাহ সড়ক, পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল খালপাড় সড়ক, উত্তর কাউনিয়া বিসিক সড়ক।
নগরের পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল খাল পাড়ের দীর্ঘ রাস্তাটি উঁচুনিচু আর ভাঙাচোরা। সেখানকার গৃহবধূ শাম্মী আক্তার বলেন, ‘এই রাস্তাটা সিটি মেয়র পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেও ছয় মাসেও উন্নতি হয়নি। আর কবে হবে?’
নবগ্রাম সড়ক থেকে কলেজ অ্যাভিনিউ যাওয়াকালে টেম্পোচালক রিয়াজ হোসেন জানান, তিনি থাকেন বিসিক শিল্পনগরে। সেখানকার রাস্তা যেন চষা খেত। অনেকটা হতাশার সুরে বললেন, যে একবার ঢুকবে সে আর যেতে চাইবে না। বিসিকের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানকার রাস্তা এতটা খারাপ যে পণ্যবাহী যানবাহন ঢুকতে পারে না। এই এলাকার মানুষ অনেক কষ্টে আছে।
তবে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, বিসিক রোড সংস্কারের জন্য কোনো বরাদ্দ হয়নি। যে কারণে মেরামত করা যাচ্ছে না।
নগরের জিয়ানগর সড়কের বাসিন্দা মিরাজ হোসেন বলেন, কীর্তনখোলার কাছাকাছি হওয়ায় এই এলাকার সড়কগুলো অধিকাংশ সময়ই জোয়ারের পানিতে ডুবে যায়। কিন্তু রাস্তাগুলো টেকসই না করায় খানাখন্দে হাঁটা কঠিন। একই কথা জানিয়েছেন সাগরদী এলাকার একাধিক বাসিন্দা।
বাম সংগঠন বাসদ গত প্রায় এক মাস রাস্তা সংস্কারের দাবিতে নগরের বিসিক এলাকা, সাগরদী, জিয়া সড়ক, কাশিপুর, পুরানপাড়া, সদর রোডে পথসভা ও মানববন্ধন করে। পথসভাগুলোতে বাসদের সদস্যসচিব মনীষা চক্রবর্তী দাবি করেছেন, এসব এলাকার রাস্তাগুলো বেহাল। জনগণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ প্রতিবাদ করতে গিয়ে তাঁরা নগরের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ছেন।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু সম্প্রতি আজকের পত্রিকাকে জানান, তাঁর নির্বাচনী এলাকা নগরের ১৯ নম্বর ওয়ার্ডের কেবলমাত্র গফুর সড়কসহ সব রাস্তা সংস্কার করা হয়েছে। নগরের অন্য সব ওয়ার্ডের রাস্তাই পর্যায়ক্রমে সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, তাঁরা বৃহৎ সড়কগুলো পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে যেভাবে সংস্কার করেছেন, তা নজিরবিহীন।

সন্তানসম্ভবা এক গৃহবধূকে নিয়ে বরিশাল নগরের গোরস্থান রোড হয়ে কলেজ রোড পেরিয়ে বেসরকারি একটি হাসপাতালে যেতে ১০ মিনিটের পথ রিকশাচালকের লাগল ৩০ মিনিট। কেননা গোটা পথই ভাঙা, পানি জমে আছে এখানে-সেখানে। নগরের অধিকাংশ ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা এখন খানাখন্দে ভরা। সিটি করপোরেশন বড় কয়েকটি সড়ক ৫ বছরের গ্যারান্টিতে সংস্কারের কথা বললেও নগরের অধিকাংশ অভ্যন্তরীণ রাস্তার অবস্থা খারাপ। এতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
এদিকে নগরের অর্ধেকের বেশি রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এগুলো সংস্কারে মাসব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম সংগঠন বাসদ। বেহাল রাস্তা নিয়ে সাধারণের মধ্যেও বাড়ছে অসন্তোষ। তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক সাংবাদিকদের বলেন, নগরের সব সড়কই পর্যায়ক্রমে সংস্কারের প্রক্রিয়া চলছে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তথ্যমতে, ৫৮ বর্গকিলোমিটার আয়তনের করপোরেশনে নগরের মোট ৫৯৩ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচ ঢালাই সড়ক ২৬৭ কিলোমিটার। সূত্র মতে, এর অর্ধেকেরও বেশি সংস্কার করতে হবে।
এসব জায়গায় গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙেচুরে যাওয়া রাস্তাগুলো হচ্ছে গোরস্থান রোড, কলেজ রোড, এম এ গফুর সড়ক, ফকিরবাড়ি সড়ক, জিয়ানগর সড়ক, দরগাবাড়ি সড়ক, ভাটিখানা সড়ক, সাগরদী ব্রাঞ্জ রোড, কাশিপুর কলোনি সড়ক, সার্কুলার রোড, কালুশাহ সড়ক, পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল খালপাড় সড়ক, উত্তর কাউনিয়া বিসিক সড়ক।
নগরের পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল খাল পাড়ের দীর্ঘ রাস্তাটি উঁচুনিচু আর ভাঙাচোরা। সেখানকার গৃহবধূ শাম্মী আক্তার বলেন, ‘এই রাস্তাটা সিটি মেয়র পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেও ছয় মাসেও উন্নতি হয়নি। আর কবে হবে?’
নবগ্রাম সড়ক থেকে কলেজ অ্যাভিনিউ যাওয়াকালে টেম্পোচালক রিয়াজ হোসেন জানান, তিনি থাকেন বিসিক শিল্পনগরে। সেখানকার রাস্তা যেন চষা খেত। অনেকটা হতাশার সুরে বললেন, যে একবার ঢুকবে সে আর যেতে চাইবে না। বিসিকের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানকার রাস্তা এতটা খারাপ যে পণ্যবাহী যানবাহন ঢুকতে পারে না। এই এলাকার মানুষ অনেক কষ্টে আছে।
তবে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, বিসিক রোড সংস্কারের জন্য কোনো বরাদ্দ হয়নি। যে কারণে মেরামত করা যাচ্ছে না।
নগরের জিয়ানগর সড়কের বাসিন্দা মিরাজ হোসেন বলেন, কীর্তনখোলার কাছাকাছি হওয়ায় এই এলাকার সড়কগুলো অধিকাংশ সময়ই জোয়ারের পানিতে ডুবে যায়। কিন্তু রাস্তাগুলো টেকসই না করায় খানাখন্দে হাঁটা কঠিন। একই কথা জানিয়েছেন সাগরদী এলাকার একাধিক বাসিন্দা।
বাম সংগঠন বাসদ গত প্রায় এক মাস রাস্তা সংস্কারের দাবিতে নগরের বিসিক এলাকা, সাগরদী, জিয়া সড়ক, কাশিপুর, পুরানপাড়া, সদর রোডে পথসভা ও মানববন্ধন করে। পথসভাগুলোতে বাসদের সদস্যসচিব মনীষা চক্রবর্তী দাবি করেছেন, এসব এলাকার রাস্তাগুলো বেহাল। জনগণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ প্রতিবাদ করতে গিয়ে তাঁরা নগরের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ছেন।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু সম্প্রতি আজকের পত্রিকাকে জানান, তাঁর নির্বাচনী এলাকা নগরের ১৯ নম্বর ওয়ার্ডের কেবলমাত্র গফুর সড়কসহ সব রাস্তা সংস্কার করা হয়েছে। নগরের অন্য সব ওয়ার্ডের রাস্তাই পর্যায়ক্রমে সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, তাঁরা বৃহৎ সড়কগুলো পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে যেভাবে সংস্কার করেছেন, তা নজিরবিহীন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫