Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

হিজলা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১০: ৪৬
প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

উপজেলায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম মোস্তফা (৩০)। তিনি বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের কালু মাঝির ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার ঢাকা যাওয়ার উদ্যেশ্যে মোস্তফা পরিবার নিয়ে পুরাতন হিজলা লঞ্চ ঘাটে যান। সেখান থেকে শরীফ নামে একজন মোস্তাফাকে ফোন দিয়ে কথা বলার জন্য অন্য জায়গায় নিয়ে যান। সেখানে শরীফ, গিয়াস, রাকিবসহ ৭-৮ জন মিলে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মোস্তফা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় উদ্ধারে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাঁকে। ওই অবস্থায় ওপরের তথ্যগুলোই কেবল দিতে পারেন মোস্তফা।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সাহারাজ হায়ৎ বলেন, অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠাই।

মোস্তফার বড় ভাই বাকি উল্লাহ বলেন, ‘আমার ছোট ভাই ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পুরাতন হিজলা লঞ্চঘাট যায়। সেখানে কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। গিয়াস ও মোস্তফার মধ্যে লেনদেন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে।

এদিকে এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত