
অস্কারের ৯৫তম অনুষ্ঠানটি হবে আগামী বছরের ১২ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। গত আসরে উইল স্মিথের চড়কাণ্ড গোটা অনুষ্ঠানের বারোটা বাজিয়ে দিয়েছিল। সিনেমা, পুরস্কার, তারকা সমাগম—সব ছাপিয়ে আলোচনায় ছিল ক্রিস রককে উইল স্মিথের থাপ্পড় দেওয়ার ঘটনা। এ ঘটনায় অস্কার অনুষ্ঠানের সৌন্দর্যহানি হয়েছে তো বটেই, রেটিংও কমেছে অনেক। এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে ৯৫তম আসরে না ঘটে, সে জন্য অস্কার মঞ্চে আবারও ফিরিয়ে আনা হয়েছে জিমি কিমেলকে। আগামী আসরটি তিনিই উপস্থাপনা করবেন।
এর আগে ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসে এ দায়িত্ব পালন করেছিলেন এমি অ্যাওয়ার্ডজয়ী এই উপস্থাপক। পাঁচ বছর পর অস্কারের মঞ্চে যখন ফিরবেন জিমি, তখন তাঁর কাঁধে থাকবে অস্কারের সুনাম পুনরুদ্ধারের দায়িত্ব। জিমিও বুঝতে পারছেন সেটা, তাই বলছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান, এটা একটা ফাঁদও হতে পারে। যা-ই হোক, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে যার ওপর চড়কাণ্ডের বদনাম ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিমি কিমেলও বিতর্কমুক্ত লোক নন। ২০১৪ সালে আরেকটি চড়কাণ্ড ঘটেছিল জিমি কিমেলের টক শোতে। সেই পর্বে জিমির অতিথি ছিলেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা কমেন্ট সোফিয়াকে পড়ে শোনাচ্ছিলেন জিমি। একপর্যায়ে তাঁকে সপাটে থাপ্পড় মারেন সোফিয়া। এরপর সেট থেকে বেরিয়ে যান।
যদিও পরে জানা যায়, পুরো ব্যাপারটিই ছিল পরিকল্পিত। শোর টিআরপি বাড়াতে, শো আরও বেশি আলোচিত করতে অনেক সময় এমন ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হয়। জিমিও করেছিলেন। তবে সেটা তখন ভালোভাবে নেননি অনেকেই। এ বছর আরেকটি ঘটনার কারণেও বেশ বিতর্কে পড়েছিলেন জিমি। এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী কিন্টা ব্রুনসন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাতালের ভঙ্গিতে মঞ্চের মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিলেন জিমি। বিষয়টি স্রেফ মজা করার জন্য হলেও ভালোভাবে নেননি কিন্টা ব্রুনসনের ভক্তরা। এখন দেখার বিষয়, নানা কারণে ‘বিতর্কিত’ জিমি কিমেল অস্কারের ‘বদনাম’ ঘোচাতে পারেন কি না।

অস্কারের ৯৫তম অনুষ্ঠানটি হবে আগামী বছরের ১২ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। গত আসরে উইল স্মিথের চড়কাণ্ড গোটা অনুষ্ঠানের বারোটা বাজিয়ে দিয়েছিল। সিনেমা, পুরস্কার, তারকা সমাগম—সব ছাপিয়ে আলোচনায় ছিল ক্রিস রককে উইল স্মিথের থাপ্পড় দেওয়ার ঘটনা। এ ঘটনায় অস্কার অনুষ্ঠানের সৌন্দর্যহানি হয়েছে তো বটেই, রেটিংও কমেছে অনেক। এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে ৯৫তম আসরে না ঘটে, সে জন্য অস্কার মঞ্চে আবারও ফিরিয়ে আনা হয়েছে জিমি কিমেলকে। আগামী আসরটি তিনিই উপস্থাপনা করবেন।
এর আগে ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসে এ দায়িত্ব পালন করেছিলেন এমি অ্যাওয়ার্ডজয়ী এই উপস্থাপক। পাঁচ বছর পর অস্কারের মঞ্চে যখন ফিরবেন জিমি, তখন তাঁর কাঁধে থাকবে অস্কারের সুনাম পুনরুদ্ধারের দায়িত্ব। জিমিও বুঝতে পারছেন সেটা, তাই বলছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান, এটা একটা ফাঁদও হতে পারে। যা-ই হোক, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে যার ওপর চড়কাণ্ডের বদনাম ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিমি কিমেলও বিতর্কমুক্ত লোক নন। ২০১৪ সালে আরেকটি চড়কাণ্ড ঘটেছিল জিমি কিমেলের টক শোতে। সেই পর্বে জিমির অতিথি ছিলেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা কমেন্ট সোফিয়াকে পড়ে শোনাচ্ছিলেন জিমি। একপর্যায়ে তাঁকে সপাটে থাপ্পড় মারেন সোফিয়া। এরপর সেট থেকে বেরিয়ে যান।
যদিও পরে জানা যায়, পুরো ব্যাপারটিই ছিল পরিকল্পিত। শোর টিআরপি বাড়াতে, শো আরও বেশি আলোচিত করতে অনেক সময় এমন ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হয়। জিমিও করেছিলেন। তবে সেটা তখন ভালোভাবে নেননি অনেকেই। এ বছর আরেকটি ঘটনার কারণেও বেশ বিতর্কে পড়েছিলেন জিমি। এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী কিন্টা ব্রুনসন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাতালের ভঙ্গিতে মঞ্চের মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিলেন জিমি। বিষয়টি স্রেফ মজা করার জন্য হলেও ভালোভাবে নেননি কিন্টা ব্রুনসনের ভক্তরা। এখন দেখার বিষয়, নানা কারণে ‘বিতর্কিত’ জিমি কিমেল অস্কারের ‘বদনাম’ ঘোচাতে পারেন কি না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫