সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজ থেকে বড়দল ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তির সীমা নেই। রোদ উঠলে ধুলো আর ধুলা আর বৃষ্টি হলেই গোয়ালাডাঙ্গা বাজারসহ কয়েকটি স্থানের কাদাপানিতে নাকানি-চুবানি খেতে হয় চলাচলকারীদের।
সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিকআপসহ মালবাহী গাড়ি চলাচল করে থাকে। সাতক্ষীরা, ভোমরা, শ্যামনগর থেকে পাইকগাছা, কয়রা ও খুলনায় এবং আশাশুনির দক্ষিণাঞ্চল গোয়ালডাঙ্গা বাজার থেকে খাজরা, আনুলিয়া, প্রতাপনগর যাতায়াত করে থাকে মানুষ।
সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে তখন ধুলোয় চারদিকে অন্ধকার দেখা যায় আবার একটু বৃষ্টি নামলেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর যাবৎ বেহাল অবস্থার সৃষ্টি হলেও যথাযথ সংস্কার কাজ না করায় ভোগান্তির অবসান ঘটেনি।
জামালনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গাজীর বাড়ির সামনে, গোয়ালডাঙ্গা বাজারের মধ্যস্থলে, বাজারের পূর্ব পার্শ্ববর্তী সমিলের সামনে, সামাদ গাজীর বাড়ির সামনে, ফকরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাম সরদারের বাড়ির সামনে থেকে পল্লি বিদ্যুতের পাওয়ার হাউজ এবং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এ ছাড়া বুড়িয়া গ্রামীণ ব্যাংক, কমিউনিটি ক্লিনিক, আনিস গাজীর দোকানের সামনে ও বড়দল কলেজিয়েট স্কুলের সামনেসহ বিভিন্ন স্থান খানাখন্দে ভরে গেছে। এসব স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
গোয়ালডাঙ্গা বাজারের ব্যবসায়ী বিনয় কৃষ্ণ মিস্ত্রি জানান, প্রতিদিন খুলনা, সাতক্ষীরা, ঝাউডাঙ্গা, পাটকেলঘাটা, তালা, কপিলমুনি, ভোমরা, নলতা থেকে চাল ও ধান বোঝাই ট্রাকসহ মুদিখানা ও কাঁচামাল নিয়ে বাজারে আসেন ব্যবসায়ীরা। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় গাড়ি ঢুকতে চায় না। এতে পরিবহন খরচ বাড়ে। আর খরচ বেড়ে যাওয়ায় মালের মূল্য বেড়ে যায়।
বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা জানান, সাতক্ষীরা ও খুলনা জেলার দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের এটি একমাত্র সড়ক। দীর্ঘদিন ধরে সড়ক মেরামত না হওয়ায় মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
জগদীশ চন্দ্র সানা আরও বলেন, ইতিমধ্যে সড়কটি মেরামতের জন্য আমি আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগ দায়সারা মতো কয়েকটি জায়গায় কাজ করেছে, বাকিটা পড়েই আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসই করে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী ব্রিজ থেকে বড়দল ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তির সীমা নেই। রোদ উঠলে ধুলো আর ধুলা আর বৃষ্টি হলেই গোয়ালাডাঙ্গা বাজারসহ কয়েকটি স্থানের কাদাপানিতে নাকানি-চুবানি খেতে হয় চলাচলকারীদের।
সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিকআপসহ মালবাহী গাড়ি চলাচল করে থাকে। সাতক্ষীরা, ভোমরা, শ্যামনগর থেকে পাইকগাছা, কয়রা ও খুলনায় এবং আশাশুনির দক্ষিণাঞ্চল গোয়ালডাঙ্গা বাজার থেকে খাজরা, আনুলিয়া, প্রতাপনগর যাতায়াত করে থাকে মানুষ।
সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে তখন ধুলোয় চারদিকে অন্ধকার দেখা যায় আবার একটু বৃষ্টি নামলেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর যাবৎ বেহাল অবস্থার সৃষ্টি হলেও যথাযথ সংস্কার কাজ না করায় ভোগান্তির অবসান ঘটেনি।
জামালনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গাজীর বাড়ির সামনে, গোয়ালডাঙ্গা বাজারের মধ্যস্থলে, বাজারের পূর্ব পার্শ্ববর্তী সমিলের সামনে, সামাদ গাজীর বাড়ির সামনে, ফকরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাম সরদারের বাড়ির সামনে থেকে পল্লি বিদ্যুতের পাওয়ার হাউজ এবং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এ ছাড়া বুড়িয়া গ্রামীণ ব্যাংক, কমিউনিটি ক্লিনিক, আনিস গাজীর দোকানের সামনে ও বড়দল কলেজিয়েট স্কুলের সামনেসহ বিভিন্ন স্থান খানাখন্দে ভরে গেছে। এসব স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
গোয়ালডাঙ্গা বাজারের ব্যবসায়ী বিনয় কৃষ্ণ মিস্ত্রি জানান, প্রতিদিন খুলনা, সাতক্ষীরা, ঝাউডাঙ্গা, পাটকেলঘাটা, তালা, কপিলমুনি, ভোমরা, নলতা থেকে চাল ও ধান বোঝাই ট্রাকসহ মুদিখানা ও কাঁচামাল নিয়ে বাজারে আসেন ব্যবসায়ীরা। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় গাড়ি ঢুকতে চায় না। এতে পরিবহন খরচ বাড়ে। আর খরচ বেড়ে যাওয়ায় মালের মূল্য বেড়ে যায়।
বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা জানান, সাতক্ষীরা ও খুলনা জেলার দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের এটি একমাত্র সড়ক। দীর্ঘদিন ধরে সড়ক মেরামত না হওয়ায় মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
জগদীশ চন্দ্র সানা আরও বলেন, ইতিমধ্যে সড়কটি মেরামতের জন্য আমি আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগ দায়সারা মতো কয়েকটি জায়গায় কাজ করেছে, বাকিটা পড়েই আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসই করে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫