নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন স্থাপনা রক্ষা ও ভাঙনরোধে প্রকল্প গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন নারায়খোলা গ্রামের হজরত আলী, কলেজশিক্ষক শরীফ আহমেদ খান, সাবেক ইউপি সদস্য রুকুনুজ্জামান খান, উমর ফারুক খান, মোহাম্মেল হোসেন রাজিব, চরবসন্তী গ্রামের মোখলেছুর রহমান খান প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের ভাঙনে ইতিমধ্যে নারায়নখোলা দক্ষিণ গ্রামের প্রায় ১ হাজার ৫০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীন হয়েছে হাজার হাজার গাছ-পালা, ৫ শতাধিক ঘরবাড়িসহ ২টি মসজিদ ও খেলার মাঠ। বাস্তুচ্যুত হয়েছে কয়েকশ পরিবার। ভাঙনের কবলে থাকা নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা পাকা ভবনটি দুবছর আগে নিলামে বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ের পাঠ দান চলছে একটি পরিত্যক্ত আধা পাকা ঘরে। সেটিও নদীগর্ভে বিলীনের পথে। এটি বিলীন হয়ে গেলে এলাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুশফিকা খাতুন বলে, ‘স্কুলডা নদীত চইলা গেলে আমার লেহাপড়াও বন্ধ অইয়া যাইব। দূরের কোনো স্কুলে যাইয়া আমার আর পড়ালেহা অইব না।’
একজন ছাত্রের অভিভাবক জুলহাস মিয়া বলেন, ‘স্কুল নদীত চইলা গেলে আমার পক্ষে দূরের কোনো স্কুলে নিয়া মেয়েডারে পড়ানি সম্ভব অইত না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার জানান, ভাঙনকবলিত বিদ্যালয়ের পাকা ভবনটি নিলামে বিক্রির পর থেকে পরিত্যক্ত পুরোনো আধপাকা ঘরে শ্রেণি পাঠ চলছে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরেও কোনো সুব্যবস্থা হচ্ছে না।

শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন স্থাপনা রক্ষা ও ভাঙনরোধে প্রকল্প গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন নারায়খোলা গ্রামের হজরত আলী, কলেজশিক্ষক শরীফ আহমেদ খান, সাবেক ইউপি সদস্য রুকুনুজ্জামান খান, উমর ফারুক খান, মোহাম্মেল হোসেন রাজিব, চরবসন্তী গ্রামের মোখলেছুর রহমান খান প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের ভাঙনে ইতিমধ্যে নারায়নখোলা দক্ষিণ গ্রামের প্রায় ১ হাজার ৫০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীন হয়েছে হাজার হাজার গাছ-পালা, ৫ শতাধিক ঘরবাড়িসহ ২টি মসজিদ ও খেলার মাঠ। বাস্তুচ্যুত হয়েছে কয়েকশ পরিবার। ভাঙনের কবলে থাকা নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা পাকা ভবনটি দুবছর আগে নিলামে বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ের পাঠ দান চলছে একটি পরিত্যক্ত আধা পাকা ঘরে। সেটিও নদীগর্ভে বিলীনের পথে। এটি বিলীন হয়ে গেলে এলাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুশফিকা খাতুন বলে, ‘স্কুলডা নদীত চইলা গেলে আমার লেহাপড়াও বন্ধ অইয়া যাইব। দূরের কোনো স্কুলে যাইয়া আমার আর পড়ালেহা অইব না।’
একজন ছাত্রের অভিভাবক জুলহাস মিয়া বলেন, ‘স্কুল নদীত চইলা গেলে আমার পক্ষে দূরের কোনো স্কুলে নিয়া মেয়েডারে পড়ানি সম্ভব অইত না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার জানান, ভাঙনকবলিত বিদ্যালয়ের পাকা ভবনটি নিলামে বিক্রির পর থেকে পরিত্যক্ত পুরোনো আধপাকা ঘরে শ্রেণি পাঠ চলছে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরেও কোনো সুব্যবস্থা হচ্ছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫