Ajker Patrika

খালি পায়ে বিদ্যালয়ে যেতেন পরিকল্পনামন্ত্রী

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৩১
খালি পায়ে বিদ্যালয়ে যেতেন পরিকল্পনামন্ত্রী

‘লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে যেতাম। স্কুলের অবস্থা জরাজীর্ণ ছিল। চেয়ার টেবিল ছিল না। চারদিকে ছিল অথই পানি। নৌকা না পেলে কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম।’ স্কুল জীবনের স্মৃতিচারণ করে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গতকাল শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার ভরাসার উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনা গ্রামের জন্য, গ্রামের মানুষের জন্য কাজ করেছেন। গত ১০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়ে চমৎকার দালানে লেখাপড়া করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।’

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীর কাছে বুড়িচংয়ে দুটি বাইপাস করার অনুরোধ করা হয়। এ ছাড়া একটি মাদ্রাসার চারতলা ভবন অনুমোদন করে দেওয়ার অনুরোধ করা হয় তাঁর কাছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবুল হাশেম খানকে সংবর্ধনা দেওয়া হয়। ভরাসার উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ফারুক মেহেদী এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ চ্যারিটি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস।

অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত