কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারকালে একে অপরের প্রতি নানান অভিযোগ তুলে ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন তাঁরা। স্বতন্ত্র মেয়র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারে আচরণবিধি না মেনে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছেন সরকার দলীয় প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব অভিযোগের ভিত্তি নেই বলে জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
গতকাল মঙ্গলবার নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার শাপলা মার্কেট ও আশপাশের এলাকা, ৫ নম্বর ওয়ার্ডের ঋষিপট্টি, উজির দিঘির পাড়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। পরে নগরীর আদালত পাড়ায় প্রচার চালিয়ে আইনজীবী ভোটারদের ভোট চান তিনি।
প্রচারকালে মনিরুল হক সাক্কু বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী পরিবেশে প্রভাব বিস্তার করছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগ তদন্ত করে দেখুক নির্বাচন কমিশন। স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগরের দলীয় কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার কমিটির লোকদের নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।’
তবে এ অভিযোগ অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমার জন্য আমার দলের নেতা-কর্মীরা অবশ্যই প্রচারের মাঠে নামতে পারেন। নির্বাচন কমিশনে সাক্কু যে অভিযোগ দিয়েছেন তাঁর কোনো ভিত্তি নেই। স্থানীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি, তিনি তাঁর নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেছেন, দলের অন্য কার্যক্রম পরিচালনা করছেন।’
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত গতকাল মঙ্গলবার নগরীর চর্থা এলাকা, মুরাদপুর, হাউজিং এস্টেট, ছাতিপট্টি, থিরাপুকুর পাড়, চকবাজার ও কান্দিরপাড় এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর ২২ নম্বর ওয়ার্ড শ্রীবল্লভপুর, বড় দুর্গাপুর, শ্রীমন্তপুর, উত্তর রামপুর, উত্তর হিরাপুর, দক্ষিণ গোপীনাথপুর, মোস্তফাপুর, কচুয়া, দৈয়ারা, লক্ষ্মীপুর দুর্গাপুর গণসংযোগ করেন। গতকাল বিকেলে ৭ নম্বর ওয়ার্ড অশোকতলা, গোবিন্দপুর গণসংযোগ ও সন্ধ্যায় ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ায় উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় নেই। এতে করে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের আরও নিরপেক্ষ ও কঠোর দায়িত্ব পালন করা উচিত বলে মনে করছি।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়রসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১১০ জন, সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় রয়েছে আর ছয় দিন। ১৩ জুন প্রতিটি কেন্দ্রে পরীক্ষামূলক ভোটগ্রহণ হবে এবং একই দিন রাতে শেষ হবে প্রচার। ১৫ জুন হবে ভোট গ্রহণ।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারকালে একে অপরের প্রতি নানান অভিযোগ তুলে ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন তাঁরা। স্বতন্ত্র মেয়র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারে আচরণবিধি না মেনে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছেন সরকার দলীয় প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব অভিযোগের ভিত্তি নেই বলে জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
গতকাল মঙ্গলবার নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার শাপলা মার্কেট ও আশপাশের এলাকা, ৫ নম্বর ওয়ার্ডের ঋষিপট্টি, উজির দিঘির পাড়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। পরে নগরীর আদালত পাড়ায় প্রচার চালিয়ে আইনজীবী ভোটারদের ভোট চান তিনি।
প্রচারকালে মনিরুল হক সাক্কু বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী পরিবেশে প্রভাব বিস্তার করছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগ তদন্ত করে দেখুক নির্বাচন কমিশন। স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগরের দলীয় কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার কমিটির লোকদের নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।’
তবে এ অভিযোগ অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, ‘আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমার জন্য আমার দলের নেতা-কর্মীরা অবশ্যই প্রচারের মাঠে নামতে পারেন। নির্বাচন কমিশনে সাক্কু যে অভিযোগ দিয়েছেন তাঁর কোনো ভিত্তি নেই। স্থানীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি, তিনি তাঁর নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেছেন, দলের অন্য কার্যক্রম পরিচালনা করছেন।’
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত গতকাল মঙ্গলবার নগরীর চর্থা এলাকা, মুরাদপুর, হাউজিং এস্টেট, ছাতিপট্টি, থিরাপুকুর পাড়, চকবাজার ও কান্দিরপাড় এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর ২২ নম্বর ওয়ার্ড শ্রীবল্লভপুর, বড় দুর্গাপুর, শ্রীমন্তপুর, উত্তর রামপুর, উত্তর হিরাপুর, দক্ষিণ গোপীনাথপুর, মোস্তফাপুর, কচুয়া, দৈয়ারা, লক্ষ্মীপুর দুর্গাপুর গণসংযোগ করেন। গতকাল বিকেলে ৭ নম্বর ওয়ার্ড অশোকতলা, গোবিন্দপুর গণসংযোগ ও সন্ধ্যায় ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ায় উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় নেই। এতে করে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের আরও নিরপেক্ষ ও কঠোর দায়িত্ব পালন করা উচিত বলে মনে করছি।’
কুসিক নির্বাচনে পাঁচ মেয়রসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১১০ জন, সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় রয়েছে আর ছয় দিন। ১৩ জুন প্রতিটি কেন্দ্রে পরীক্ষামূলক ভোটগ্রহণ হবে এবং একই দিন রাতে শেষ হবে প্রচার। ১৫ জুন হবে ভোট গ্রহণ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫