শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে নির্মিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাসস্টেশনগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। এক্সপ্রেস হওয়ায় পুরাতন বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হলেও সেখানেই বাস থামছে। এ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ছনবাড়ী ফ্লাইওভারের নিচে ২ পাশের বাসস্ট্যান্ডে দেখা যায়, একটিও বাস থামছে না। ঢাকা থেকে মাওয়াগামী বাসগুলো নির্ধারিত এই স্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ উত্তরে ফ্লাইওভারের উত্তর পাশের মাথায় যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার মাওয়া থেকে ঢাকাগামী বাসগুলো একই স্থানের উল্টো পাশ থেকে যাত্রী তুলে নিচ্ছে। এ কারণে দুই পাশের যাত্রীছাউনিসহ স্টেশন দুটি কোনো কাজে আসছে না।
ঢাকা থেকে-মাওয়াগামী বসুমতি পরিবহনের একটি বাসকে দেখা যায় ওই স্ট্যান্ডের আগেই যাত্রীদের নামিয়ে দিচ্ছে। বাসটির যাত্রী উপজেলার আটপাড়া গ্রামের আমেনা বেগম (৬২) হাতে থাকা ডাক্তারি ফাইল দেখিয়ে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ঢাকায় ডাক্তারের কাছে গিয়েছিলাম। এখন এই রৌদ্রের মধ্যে নাতির কাঁধে ভর দিয়ে হেটে স্টেশনে গিয়ে অটোরিকশা নিয়ে বাড়িতে যেতে হবে।’
বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ষোলঘর বাসস্ট্যান্ডগুলোর চিত্রও ছিল একই। একটি বাসও স্টেশনগুলোতে থামেনি। ঢাকা থেকে মাওয়াগামী বাসগুলো থামছে নির্ধারিত স্টেশন থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে। মাওয়া থেকে ঢাকাগামী বাসগুলোও বিপরীত পাশ থেকে যাত্রী তুলে নিচ্ছে।
গত বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একই চিত্র দেখা যায় হাঁসাড়া বাজার স্টেশনেও। হাঁসাড়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক পথচারী বলেন, ‘কী কারণে যে এই বাসস্ট্যান্ডগুলো বানানো হয়েছে তা ভেবে পাচ্ছি না। যেখানে খুশি সেখানেই বাসগুলো যাত্রী নামাচ্ছে-ওঠাচ্ছে। স্টেশনে কখনোই থামছে না।’
দুই দিনে এই তিন স্টেশনে কোনো বাস না থামার ব্যাপারে হাইওয়ে পুলিশেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে বেঁজগাও বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত বাস থামছে এবং সুশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ে তদারকি করা হবে।
হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের এএসপি অমৃত সূত্রধর বলেন, ‘রাস্তাটি এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দেখাশোনা করছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে আমাদের টিম নিয়মিত রাস্তায় কাজ করে যাচ্ছে।’

শ্রীনগরে নির্মিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাসস্টেশনগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। এক্সপ্রেস হওয়ায় পুরাতন বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হলেও সেখানেই বাস থামছে। এ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ছনবাড়ী ফ্লাইওভারের নিচে ২ পাশের বাসস্ট্যান্ডে দেখা যায়, একটিও বাস থামছে না। ঢাকা থেকে মাওয়াগামী বাসগুলো নির্ধারিত এই স্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ উত্তরে ফ্লাইওভারের উত্তর পাশের মাথায় যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার মাওয়া থেকে ঢাকাগামী বাসগুলো একই স্থানের উল্টো পাশ থেকে যাত্রী তুলে নিচ্ছে। এ কারণে দুই পাশের যাত্রীছাউনিসহ স্টেশন দুটি কোনো কাজে আসছে না।
ঢাকা থেকে-মাওয়াগামী বসুমতি পরিবহনের একটি বাসকে দেখা যায় ওই স্ট্যান্ডের আগেই যাত্রীদের নামিয়ে দিচ্ছে। বাসটির যাত্রী উপজেলার আটপাড়া গ্রামের আমেনা বেগম (৬২) হাতে থাকা ডাক্তারি ফাইল দেখিয়ে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ঢাকায় ডাক্তারের কাছে গিয়েছিলাম। এখন এই রৌদ্রের মধ্যে নাতির কাঁধে ভর দিয়ে হেটে স্টেশনে গিয়ে অটোরিকশা নিয়ে বাড়িতে যেতে হবে।’
বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ষোলঘর বাসস্ট্যান্ডগুলোর চিত্রও ছিল একই। একটি বাসও স্টেশনগুলোতে থামেনি। ঢাকা থেকে মাওয়াগামী বাসগুলো থামছে নির্ধারিত স্টেশন থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে। মাওয়া থেকে ঢাকাগামী বাসগুলোও বিপরীত পাশ থেকে যাত্রী তুলে নিচ্ছে।
গত বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একই চিত্র দেখা যায় হাঁসাড়া বাজার স্টেশনেও। হাঁসাড়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক পথচারী বলেন, ‘কী কারণে যে এই বাসস্ট্যান্ডগুলো বানানো হয়েছে তা ভেবে পাচ্ছি না। যেখানে খুশি সেখানেই বাসগুলো যাত্রী নামাচ্ছে-ওঠাচ্ছে। স্টেশনে কখনোই থামছে না।’
দুই দিনে এই তিন স্টেশনে কোনো বাস না থামার ব্যাপারে হাইওয়ে পুলিশেরও কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে বেঁজগাও বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত বাস থামছে এবং সুশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ে তদারকি করা হবে।
হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের এএসপি অমৃত সূত্রধর বলেন, ‘রাস্তাটি এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দেখাশোনা করছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে আমাদের টিম নিয়মিত রাস্তায় কাজ করে যাচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫