কামাল হোসেন, কয়রা

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে সমস্যার শেষ নেই। সেখানে সুপেয় খাওয়ার পানি ও বিদ্যুৎ নেই। গোসলের ব্যবস্থা ও যাতায়াতের পথও নেই। কপোতাক্ষ নদের জোয়ারের পানি থেকে রক্ষা পেতে বাঁধ নেই। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই। এ বিষয়ে কয়েকবার উপজেলা প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রকল্পে বসবাসকারী ভুক্তভোগী ব্যক্তিরা।
প্রকল্পে বসবাসকারী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্রদের জন্য ৬০টি ঘরের ব্যবস্থা করেছেন। দুই বছরেই এসব ঘর বসবাসের অনুপযোগী। এ কারণে অনেক উপকারভোগী ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে ১০ থেকে ১৫টি পরিবার এ প্রকল্পে বসবাস করছে।
আশ্রয়ণ প্রকল্পের জায়গা ভরাটে মাটির বরাদ্দ থাকলেও কপোতাক্ষ নদের বালি দিয়ে ভরাট করা হয়েছে, যা পানিতে ধুয়ে নদীতে চলে যাচ্ছে। খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও চারটি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে তিনটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। একটি ভালো থাকলেও পানি পান ও ব্যবহারের উপযোগী নয়।
বৈদ্যুতিক পিলারের দেখা মিললেও দুই বছরের মধ্যেও দেওয়া হয়নি কোনো ঘরে সংযোগ। প্রকল্পটি কপোতাক্ষের চরের হলেও নেই পানি আটকানোর সুরক্ষা বাঁধ। যার ফলে নদীতে পানি বৃদ্ধি পেলে ঘরের মেঝেতে পানি উঠে যায় বলে একাধিক উপকারভোগী জানান। প্রায় সব ঘরের মেঝে পানিতে নষ্ট হয়ে গেছে। যে কারণে অনেকে ঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছেন। বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কোনোটির ব্যবস্থা না থাকায় রাতে ল্যাম্প জ্বেলে সন্তানদের পড়ার ব্যবস্থা করতে হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৬০টি ঘর নির্মাণের জন্য ৯০ লাখ, নলকূপ স্থাপনের জন্য ৩ লাখ ২০ হাজার, কমিউনিটি ভবন তৈরির জন্য ৭ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের জায়গা ভরাটে ২৫১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বিলকিস বেগম বলেন, ‘আমাদের যাওয়ার আর কোনো জায়গা না থাকায় অনেক সমস্যার মধ্যেও এখানে বাস করছি। এখানে আলোর ব্যবস্থা নেই। অনেক দূর থেকে খাবার পানি আনতে হয়। একটু বাতাস হলে বালি ওড়ে। এর ফলে ভাতও খাইতে পারি না ঠিকমতো।’
এ সময় আরও কথা হয় রিক্তা দাস, জামিলাসহ বেশ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, বাঁধের পশ্চিম ও উত্তর পাশের ভাঙা স্থান দিয়ে দীর্ঘদিন জোয়ারের পানি ওঠানামা করায় মাঠের বালু ধুয়ে নদীতে চলে যাচ্ছে। তা ছাড়া নদীতে পানি বাড়লে প্রতিটি জোয়ারে ঘরের আঙিনায়, এমনকি মেঝেতে পানি ওঠে।
নীলিমা, শান্ত, রুপা ও মিষ্টি নামের শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় কেউ ল্যাম্প জ্বালিয়ে পড়ালেখা করেন, আবার কেউ সোলারের আলোতে পড়াশোনা করেন। রাস্তার সমস্যায় সামান্য বৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভোগান্তিতে পড়তে হয়।
এখানে সুপেয় খাওয়ার পানির জন্য টিউবওয়েল বসানো হলেও সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। শেওড়াপাড়া গুচ্ছগ্রামে অনেক সমস্যা দেখা দিয়েছে। বরাদ্দ পেলে সমস্যা সমাধানের চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ‘শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলাম। সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই মর্মে আমাদের জানানো হয়েছে। তবে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো সমাধানের জন্য স্থানীয় বরাদ্দ টিআর, কাবিটা, কাবিখা দিয়ে দ্রুত সমাধান করা হবে।’ গুচ্ছগ্রাম ছেড়ে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, উপকারভোগীরা ভাসমান পেশায় জড়িত। ফলে কাজের সন্ধানে তাঁরা বিভিন্ন স্থানে চলে যান।

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে সমস্যার শেষ নেই। সেখানে সুপেয় খাওয়ার পানি ও বিদ্যুৎ নেই। গোসলের ব্যবস্থা ও যাতায়াতের পথও নেই। কপোতাক্ষ নদের জোয়ারের পানি থেকে রক্ষা পেতে বাঁধ নেই। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই। এ বিষয়ে কয়েকবার উপজেলা প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রকল্পে বসবাসকারী ভুক্তভোগী ব্যক্তিরা।
প্রকল্পে বসবাসকারী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্রদের জন্য ৬০টি ঘরের ব্যবস্থা করেছেন। দুই বছরেই এসব ঘর বসবাসের অনুপযোগী। এ কারণে অনেক উপকারভোগী ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে ১০ থেকে ১৫টি পরিবার এ প্রকল্পে বসবাস করছে।
আশ্রয়ণ প্রকল্পের জায়গা ভরাটে মাটির বরাদ্দ থাকলেও কপোতাক্ষ নদের বালি দিয়ে ভরাট করা হয়েছে, যা পানিতে ধুয়ে নদীতে চলে যাচ্ছে। খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কথা থাকলেও চারটি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে তিনটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। একটি ভালো থাকলেও পানি পান ও ব্যবহারের উপযোগী নয়।
বৈদ্যুতিক পিলারের দেখা মিললেও দুই বছরের মধ্যেও দেওয়া হয়নি কোনো ঘরে সংযোগ। প্রকল্পটি কপোতাক্ষের চরের হলেও নেই পানি আটকানোর সুরক্ষা বাঁধ। যার ফলে নদীতে পানি বৃদ্ধি পেলে ঘরের মেঝেতে পানি উঠে যায় বলে একাধিক উপকারভোগী জানান। প্রায় সব ঘরের মেঝে পানিতে নষ্ট হয়ে গেছে। যে কারণে অনেকে ঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছেন। বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কোনোটির ব্যবস্থা না থাকায় রাতে ল্যাম্প জ্বেলে সন্তানদের পড়ার ব্যবস্থা করতে হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৬০টি ঘর নির্মাণের জন্য ৯০ লাখ, নলকূপ স্থাপনের জন্য ৩ লাখ ২০ হাজার, কমিউনিটি ভবন তৈরির জন্য ৭ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের জায়গা ভরাটে ২৫১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বিলকিস বেগম বলেন, ‘আমাদের যাওয়ার আর কোনো জায়গা না থাকায় অনেক সমস্যার মধ্যেও এখানে বাস করছি। এখানে আলোর ব্যবস্থা নেই। অনেক দূর থেকে খাবার পানি আনতে হয়। একটু বাতাস হলে বালি ওড়ে। এর ফলে ভাতও খাইতে পারি না ঠিকমতো।’
এ সময় আরও কথা হয় রিক্তা দাস, জামিলাসহ বেশ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, বাঁধের পশ্চিম ও উত্তর পাশের ভাঙা স্থান দিয়ে দীর্ঘদিন জোয়ারের পানি ওঠানামা করায় মাঠের বালু ধুয়ে নদীতে চলে যাচ্ছে। তা ছাড়া নদীতে পানি বাড়লে প্রতিটি জোয়ারে ঘরের আঙিনায়, এমনকি মেঝেতে পানি ওঠে।
নীলিমা, শান্ত, রুপা ও মিষ্টি নামের শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় কেউ ল্যাম্প জ্বালিয়ে পড়ালেখা করেন, আবার কেউ সোলারের আলোতে পড়াশোনা করেন। রাস্তার সমস্যায় সামান্য বৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভোগান্তিতে পড়তে হয়।
এখানে সুপেয় খাওয়ার পানির জন্য টিউবওয়েল বসানো হলেও সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। শেওড়াপাড়া গুচ্ছগ্রামে অনেক সমস্যা দেখা দিয়েছে। বরাদ্দ পেলে সমস্যা সমাধানের চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ‘শেওড়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলাম। সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই মর্মে আমাদের জানানো হয়েছে। তবে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো সমাধানের জন্য স্থানীয় বরাদ্দ টিআর, কাবিটা, কাবিখা দিয়ে দ্রুত সমাধান করা হবে।’ গুচ্ছগ্রাম ছেড়ে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, উপকারভোগীরা ভাসমান পেশায় জড়িত। ফলে কাজের সন্ধানে তাঁরা বিভিন্ন স্থানে চলে যান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫