নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পৌরসভায় ভোট গ্রহণ। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ (গতকাল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৩৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ্ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট। মোবাইল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আবু নাছের, ইসলামী আন্দোলনের সহিদুল ইসলাম, স্বতন্ত্র কাজী আনোয়ার হোসেন, শামছুল ইসলাম মজনু।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রফিকুল বারী আলমগীর, ২ নম্বর ওয়ার্ডে ওহিদ উল্যাহ পলাশ, ৩ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে রতন কৃষ্ণ পাল, ৬ নম্বর ওয়ার্ডে জাহেদুর রহমান শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বদরুল হাসান বাবলু, ৮ নম্বর ওয়ার্ডে নাসিম উদ্দিন সুনাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৩৯ হাজার ৮২২টি। বাতিল হয়েছে ৬৯ ভোট।
এদিকে ভোট গ্রহণ চলাকালে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল নামের এক যুববকে আটক করা হয়। আটক ফাহাদ বিন ইকবাল জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ঢোকার সময় জিজ্ঞাসাবাদে তাঁকে সন্দেহ হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বুকে সংরক্ষিত একজন কাউন্সিলর প্রার্থীর ব্যাচ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ নেয়নি। তবে দলটির একাধিক নেতা স্বতন্ত্র পরিচয়ে অংশ নেন।

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পৌরসভায় ভোট গ্রহণ। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ (গতকাল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৩৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ্ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট। মোবাইল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আবু নাছের, ইসলামী আন্দোলনের সহিদুল ইসলাম, স্বতন্ত্র কাজী আনোয়ার হোসেন, শামছুল ইসলাম মজনু।
এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রফিকুল বারী আলমগীর, ২ নম্বর ওয়ার্ডে ওহিদ উল্যাহ পলাশ, ৩ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে রতন কৃষ্ণ পাল, ৬ নম্বর ওয়ার্ডে জাহেদুর রহমান শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বদরুল হাসান বাবলু, ৮ নম্বর ওয়ার্ডে নাসিম উদ্দিন সুনাম এবং ৯ নম্বর ওয়ার্ডে ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৩৯ হাজার ৮২২টি। বাতিল হয়েছে ৬৯ ভোট।
এদিকে ভোট গ্রহণ চলাকালে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল নামের এক যুববকে আটক করা হয়। আটক ফাহাদ বিন ইকবাল জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ঢোকার সময় জিজ্ঞাসাবাদে তাঁকে সন্দেহ হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বুকে সংরক্ষিত একজন কাউন্সিলর প্রার্থীর ব্যাচ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ নেয়নি। তবে দলটির একাধিক নেতা স্বতন্ত্র পরিচয়ে অংশ নেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫