সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চাষিরা বিভিন্ন রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। ডিলাররা সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সিন্ডিকেটের মাধ্যমে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সার ও কীটনাশকের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কৃষকেরা ন্যায্যমূল্যে সার কিনতে পারছেন না। ফলে অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান কৃষকেরা।
অন্যদিকে সারের এই লাগামহীন দাম টেনে ধরতে প্রশাসনও মাঠে নেমেছে। গত দুই দিনে হরিপুর উপজেলার যাদুরানী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাকিবুজ্জামান।
ওই সময় জাহিদ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, সার ব্যবসায়ী মানিক হোসেনকে ১০ হাজার, জামাল উদ্দীনকে ৫০ হাজার, ঈশাহাক আলীকে ২০ হাজার ও জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা কৃত্রিমসংকট দেখি কৃষকদের সার দিচ্ছেন না। কৃষকেরা যখন সার কিনতে যান তখন ব্যবসায়ীরা নেই বলে ফেরত দিচ্ছেন। আবার কিছু কৃষকের কাছে বস্তাপ্রতি ২৫০-৩০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন।
এ দিকে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতি বস্তা ইউরিয়া সার সরকারি মূল্য ৮০০ টাকা থাকলেও কৃষকপর্যায়ে বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি তিউনিসিয়া) সরকারি মূল্য ১ হাজার ১০০ কিন্তু বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি মরক্কো) সরকারি মূল্য ১ হাজার ১০০ টাকা কিন্তু বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরকারি মূল্য ৮০০ বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়, এমওপি (পটাশ) সরকারি মূল্য ৭৫০ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত।
সদর উপজেলার নতুনপাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, ‘দুই বস্তা টিএসপি সার নিয়েছি ৩ হাজার ৬০০ টাকা দিয়ে। এক বস্তার দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা।
একই গ্রামের কৃষক শাহিনুর আলম বলেন, ‘জমি থেকে পানি নেমে গেছে, এখন ফসল আবাদ করতে হবে। তাই বাধ্য হয়ে টিএসপি নিলাম ১ হাজার ৭৫০ টাকায় আর ৭৫০ টাকা বস্তার পটাশ নিলাম ৯০০ টাকা দিয়ে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার বলেন, ‘আমদানিকারকদের কাছে আমরা জিম্মি। সার দেওয়ার সময় নানান তালবাহানা করে। দাম বেশি নিলেও আমাদের কিছু করার থাকে না।
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হোসেন বলেন, সুনির্দিষ্ট কোনো ডিলারের বিরুদ্ধে সারের দাম নিয়ে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে চাষিরা বিভিন্ন রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। ডিলাররা সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সিন্ডিকেটের মাধ্যমে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সার ও কীটনাশকের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কৃষকেরা ন্যায্যমূল্যে সার কিনতে পারছেন না। ফলে অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান কৃষকেরা।
অন্যদিকে সারের এই লাগামহীন দাম টেনে ধরতে প্রশাসনও মাঠে নেমেছে। গত দুই দিনে হরিপুর উপজেলার যাদুরানী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাকিবুজ্জামান।
ওই সময় জাহিদ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, সার ব্যবসায়ী মানিক হোসেনকে ১০ হাজার, জামাল উদ্দীনকে ৫০ হাজার, ঈশাহাক আলীকে ২০ হাজার ও জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা কৃত্রিমসংকট দেখি কৃষকদের সার দিচ্ছেন না। কৃষকেরা যখন সার কিনতে যান তখন ব্যবসায়ীরা নেই বলে ফেরত দিচ্ছেন। আবার কিছু কৃষকের কাছে বস্তাপ্রতি ২৫০-৩০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছেন।
এ দিকে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতি বস্তা ইউরিয়া সার সরকারি মূল্য ৮০০ টাকা থাকলেও কৃষকপর্যায়ে বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি তিউনিসিয়া) সরকারি মূল্য ১ হাজার ১০০ কিন্তু বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি মরক্কো) সরকারি মূল্য ১ হাজার ১০০ টাকা কিন্তু বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরকারি মূল্য ৮০০ বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়, এমওপি (পটাশ) সরকারি মূল্য ৭৫০ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত।
সদর উপজেলার নতুনপাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন বলেন, ‘দুই বস্তা টিএসপি সার নিয়েছি ৩ হাজার ৬০০ টাকা দিয়ে। এক বস্তার দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা।
একই গ্রামের কৃষক শাহিনুর আলম বলেন, ‘জমি থেকে পানি নেমে গেছে, এখন ফসল আবাদ করতে হবে। তাই বাধ্য হয়ে টিএসপি নিলাম ১ হাজার ৭৫০ টাকায় আর ৭৫০ টাকা বস্তার পটাশ নিলাম ৯০০ টাকা দিয়ে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার বলেন, ‘আমদানিকারকদের কাছে আমরা জিম্মি। সার দেওয়ার সময় নানান তালবাহানা করে। দাম বেশি নিলেও আমাদের কিছু করার থাকে না।
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হোসেন বলেন, সুনির্দিষ্ট কোনো ডিলারের বিরুদ্ধে সারের দাম নিয়ে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫